মেলেনি উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ পরীক্ষার্থীদের

জানা গিয়েছে ওই স্কুলের ১০ জন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পাইনি।

0
46
HS admit

হাবরা : সামনেই উচ্চ মাধ্যমিক । কিন্তু হাতে আসেনি অ্যাডমিট কার্ড (admit card)। প্রতিবাদে প্রধান শিক্ষকের ঘরের দরজা আটকে অবস্থানে সামিল হলেন হাবরা হাই স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশ।প্রধান শিক্ষককে ঘিরে রাখতেও দেখা যায় তাদের

আরও পড়ুন :DA ইস্যুতে ধর্মঘটীদের রুখতে কড়া দাওয়াই নবান্নের

- Advertisement -

১৪ ই মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হাতে মাত্র কয়েকটা দিন। অভিযোগ এখনও পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি অ্যাডমিট কার্ড। দুশ্চিন্তায়, দুর্ভাবনায় প্রতিবাদে সামিল হলেন পরীক্ষার্থীরা। জানা গিয়েছে ওই স্কুলের ১০ জন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পাইনি।

আরও পড়ুন :আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে, ছাত্রের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল পরিবার পরিজনেরা

আরও পড়ুন :ইডির নজরে টলিউডের কোন ৪ অভিনেত্রী

সম্প্রতি অ্যাডমিট কার্ড (admit card) না পেয়ে প্রতিবাদে সামিল হয় মাধ্যমিক পরীক্ষার্থীরা। প্রতিবাদে টায়ার জ্বেলে রাস্তা অবরোধ করে বি‌ক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা। তাদের সঙ্গে সামিল হন অভিভাবকেরাও। ওই দিন দুপুর দেড়টা নাগাদ কাঁথি শহর থেকে মহকুমা হাসপাতাল যাওয়ার রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে মাধ্যমিক পরীক্ষার্থীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁথি রহমানিয়া মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার আসন পড়েছে স্থানীয় কাঁটাবনিতে। অধিকাংশ পড়ুয়া অ্যাডমিট কার্ড পায়নি বলে অভিযোগ। গত বছর ডিসেম্বর মাসে ফর্ম ফিলাপ করে মাদ্রাসা বোর্ডের তহবিলে অর্থ জমা দেওয়া হয়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অ্যাডমিট কার্ড সংগ্রহ করার জন্য নন্দকুমারের একটি মাদ্রাসায় ডেকে পাঠানো হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইদুল আলি খান বলেন, ‘‘সমস্ত পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড সংগ্রহ করার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠানের তরফে একজন করণিককে পাঠানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অ্যাডমিট কার্ড দিতে রাজি হয়নি। এ ব্যাপারে জানতে চেয়ে প্রশাসন এবং ওই মাদ্রাসা কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু উত্তর মেলেনি।’’