ঘরবন্দি বাচ্চাদের সময় কাটাতে নয়া উদ্যোগ অ্যামাজনের

0
198

ওয়াশিংটন: করোনা ভাইরাসের জেরে পৃথিবীর প্রায় বেশিরভাগ জায়গায় লকডাউন পরিস্থিতি জারি হয়েছে। যার ফল স্বরূপ বাচ্চা থেকে বড় সকলেই এখন ঘরবন্দি অবস্থায় সময় কাটাচ্ছে। আর ঘরবন্দি অবস্থাতেই অফিসের কাজ করতে হচ্ছে অনেককেই। কিন্তু বাচ্চা সামলে কাজ করতে বেশ অসুবিধাই হচ্ছে। সেই অসুবিধাই দূর করতে নতুন উদ্যোগ নিয়েছে অ্যামাজন।

অ্যামাজন –এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা তাঁদের অ্যামাজন প্রাইমে এইমুহূর্তে  বাচ্চাদের অনুষ্ঠানগুলিকে বিনা পয়সায় সম্প্রচার করবে। অর্থাৎ, অ্যামাজন প্রাইম মেম্বার না হলেও দেখা যাবে বাচ্চাদের অনুষ্ঠানগুলি।

- Advertisement -

৬০টিরও বেশি বাচ্চাদের টেলিভিশন অনুষ্ঠান, সিনেমা এবং নার্সারি রাইমস ভারত সহ পৃথিবীর সর্বত্র ফ্রিতে সম্প্রচার করা হবে।  এইগুলির মধ্যে থাকবে পিপা পিগ, ইন্সপেক্টার চিংগাম, কালারি কিডস, ছোটা ভিম এবং সুপার ভিম সিনেমা। এছাড়া থাকবে অ্যামাজন অরিজিনালের দ্য স্টিঙ্কি অ্যান্ড ডার্টি শো, জাস্ট অ্যাড ম্যাজিক, ডেঞ্জারেস বুক ফর বয়স আরও অনেককিছু।

অবশ্য অধিকারের প্রাপ্যতার কারণে অ্যামাজন বলেছে, অঞ্চল অনুযায়ী বিষয়বস্তু আলাদা হবে। অ্যামাজন আরও অনেক কন্টেন্ট লাইসেন্স করার জন্য স্টুডিওগুলির সঙ্গে কাজ করছে।

এই পরিষেবা উপভোগ করার জন্য শুধুমাত্র অ্যামাজন-এ অ্যাকাউন্ট থাকলেই হবে। অ্যামাজন প্রাইম মেম্বারশিপের কোনও প্রয়োজন নেই। যাদের পরিবারের একাধিক বাচ্চা রয়েছে তাদের জন্য সমস্ত ফ্রি কন্টেন্ট প্রাইম ভিডিওর নতুন প্রোফাইল বৈশিষ্ট্যটির সঙ্গে কাজ করবে।

অ্যামাজন খুব সুন্দর ভাবে বাচ্চাদের চাহিদা এবং বয়স অনুসারে বিষয়গুলি সুন্দরভাবে সাজিয়েছে।  প্রি স্কুল, ৬ থেকে ১১ বছর বয়সি বাচ্চা এবং রাইমসের জন্য আলাদা ভাবে বিষয়গুলোকে সাজানো হয়েছে। অ্যামাজনের এর নয়া উদ্যোগে বাচ্চাদের ঘরবন্দি অবস্থায় ভাল সময় কাটবে বলেই আশা করছে সংস্থা। শুধু তাই নয় তাঁদেরকে পড়াশুনার মধ্যেও যাতে রাখা যায় তাঁর জন্যই এই উদ্যোগ নিয়েছে অ্যামাজন।