দক্ষিণ কোরিয়ার গান শোনায় ৭ জনকে প্রাণদণ্ড ঘোষণা কিম জংয়ের, নিষেধাজ্ঞা হাসিতেও

0
102

খাস খবর ডেস্ক: হিটলারকে আজকের প্রজন্ম চোখে দেখেনি। কিন্তু উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের শাসন যদি কেউ দেখে থাকেন, তাহলে হিটলারকে দেখার আর প্রয়োজনই নেই। এমন কথা মনে হতে বাধ্য।

আরও পড়ুন: এল চরম দুর্দিন, না খেতে পেয়ে মরতে বসেছে প্রায় ১৫ কোটি মানুষ

- Advertisement -

হিটলারি শাসনে জনগণকে যে যে স্বৈরাচারী বিধিনিষেধের মধ্যে দিয়ে যেতে হয়েছে। উত্তর কোরিয়ায় কম কিছু হচ্ছে না। সম্প্রতি একটি তথ্য প্রকাশ্যে এসেছে। ২০১২ থেকে ১৪ সালের দক্ষিণ কোরিয়ার বিখ্যাত “কে-পপ” শোনা এবং অন্যদের শেয়ার করার অভিযোগে মোট ৭ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে কিম জং সরকার। শুধু তা-ই নয়। অভিযুক্তদের প্রিয়জনদের সে মৃত্যু দেখতে বাধ্য করা হয়‌।

দক্ষিণ আর উত্তর কোরিয়ার বৈরীতার কথা কারওরই অবিদিত নয়। তা বলে গান শোনার এহেন মাশুল? বিষয়টি মানতে পারছেন না কেউই। জানা গিয়েছে, ৭টি ঘটনার ৬টিই হেসান প্রদেশে। আর এখানেই শেষ নয়।

আরও পড়ুন: মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে বেইজিং অলিম্পিকে অংশ নেবে রাশিয়া, প্রতিশ্রুতি পুতিনের

নিজের কাকা জ্যাং সংকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন কিম। এদিকে তাঁর বাবার দশম মৃত্যুবার্ষিকী আসন্ন। সে উপলক্ষ্যে নয়া ফতোয়া জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। টানা ১১ দিন মদ্যপান ঘোরতর নিষিদ্ধ। কেউ হাসতেও পারবেন না এই সময়। হিটলারকে এই প্রজন্ম চোখে দেখেনি। তিনি এতটাও করতেন কী?