পুকুরে ভাসছে তরুণীর মৃতদেহ, খুন নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ

0
53
Young girl's body floating in the pond

সুদেষ্ণা মণ্ডল, ডায়মন্ডহারবার: পুকুরে ভাসছে তরুণীর মৃতদেহ (Young girl’s body floating in the pond)। এই ঘটনায় শোরগোল ছড়িয়েছে গোটা এলাকায়। খুন নাকি আত্মহত্যা? তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত ওই তরুণীর পরিচিত মেলেনি বলেই জানিয়েছে পুলিশ।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, কানপুর জল ট্যাংক এলাকায় পার্শ্ববর্তী এক পুকুর থেকে এক অপরিচিত মহিলার মৃত্যু দেহ উদ্ধার হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশবাহিনী। মৃত্যু দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় ডায়মন্ড হারবার থানার পুলিশ।

আরও পড়ুন-গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট নিয়েও SSC কে সতর্ক করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু

সূত্রের খবর, ওই এলাকার সাধারণ মানুষ প্রতিদিনের মত এদিন ও সকালে মর্নিং ওয়াক বাহির হয়। তখন দেখতে পায় এক মৃত মহিলা পুকুরে ভাসতে থাকতে। ওই মহিলার বয়স প্রায় ২৫ বছর। তখনই এলাকার মানুষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনি। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor