পথ দেখাচ্ছে যোগী রাজ্য, মমতা সেই পিছিয়েই, তীব্র কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর

0
20

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: ‘‘কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকারগুলির কাছে ‘স্মার্ট ক্লাস’ তৈরির আবেদন জানানো হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় এরাজ্য থেকে ওই ধরণের কোন আবেদন জমা পড়েনি৷’’ দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের।

বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া শহরের জুনবেদিয়ায় নিজের সাংসদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন। বিজেপি সাংসদ এদিন আরো বলেন, ‘‘যোগী রাজ্য উত্তর প্রদেশে ২০২২-২৩ অর্থবর্ষে ১৮ হাজার ৪৪৪টি স্মার্ট ক্লাসের অনুমোদন মিলেছে। এর পাশাপাশি অবিজেপি শাসিত রাজ্য কেরালা, ওড়িশা, পাঞ্জাবও এ এ স্মার্ট ক্লাস তৈরিতে এগিয়ে এসেছে। ব্যতিক্রম শুধু এরাজ্য। শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির পাশাপাশি এর ফলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ এই রাজ্য সরকার নষ্ট করছে।’’

- Advertisement -

অন্য এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, ‘‘কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের অনুমোদন কেন্দ্রীয় সরকার দিয়েছে৷ কেন্দ্রীয় খরচে তৈরি হবে তৃতীয় হুগলি সেতু। অন্যান্য রাজ্যগুলিতে এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেলেও এরাজ্যে এখনও জমি অধিগ্রহণের কাজ রাজ্য সরকার শুরুই করতে পারেনি।’’ একই সঙ্গে টেনে এনেছেন এই মুহূর্তে সংবাদ শিরোনামে থাকা বাঁকুড়া জেলা পুলিশের ‘অঙ্কুর’ প্রকল্পটিও৷ বলেছেন, ‘‘বিষয়টিতে আমি প্রথম থেকেই আপত্তি জানিয়েছিলাম। স্কুলগুলিতে এভাবে শিক্ষক ঘাটতি মেটানোর চেষ্টা হয়েছিল। পরে রাজ্য সরকার সিভিক ভল্যান্টিয়ারদের দিয়ে পঠন পাঠনের সিদ্ধান্ত বদল করেছে মানেই ওনারা ‘সিদ্ধান্তহীনতা’য় ভুগছেন৷’’

আরও পড়ুন: যারা এইট পাশ, লরি থেকে টাকা তোলে, তারা স্কুলে পড়াবে