যারা এইট পাশ, লরি থেকে টাকা তোলে, তারা স্কুলে পড়াবে

রাজ্যজুড়ে বিক্ষোভ অবস্থানে বিজেপি

0
32

কলকাতা: ‘‘প্রাথমিক স্কুলে কারা পড়াবে? সিভিক ভলেন্টিয়ার! যারা এইট পাশ, লরি থেকে টাকা তোলে!’’ ঠিক এই ভাষাতেই প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের প্রতিবাদে নিজেদের প্রতিক্রিয়া সামনে আনলেন বিজেপির কর্মী সমর্থকেরা৷ প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের করুনাময়ীতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।

বস্তুত, এবার থেকে প্রাইমারি স্কুলে পড়াবে সিভিক ভলেন্টিয়াররা। বাঁকুড়ার পুলিশ সুপারের এই মন্তব্য এর প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজ্যজুড়ে৷ ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামল বিজেপি। বিজেপির বিধাননগর মন্ডলের তরফে আজ সল্টলেকে করুণাময়ীতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। তাদের বক্তব্য, বাঁকুড়ার পুলিশ সুপার যেমন মন্তব্য করেছে যে এবার থেকে প্রাথমিকের স্কুলে স্কুলে পড়াবে সিভিক ভলেন্টিয়াররা। এর পাশাপাশি ২০২১ সালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দমদমে তৃণমূলের একটি কর্মী সভায় বলেছিলেন, সমস্ত তৃণমূল কর্মীরা চাকরি পাবেন৷

- Advertisement -

কর্মীদের কথায়, এর থেকেই স্পষ্ট, যোগ্যতা নয় দলের ঝাণ্ডা বইলে এবং টাকা দিলে তবেই মিলবে চাকরি৷ এভাবে মেধাকে নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা চলছে৷ অবিলম্বে এই বেনিয়ম বন্ধ করা জরুরি৷ তা না হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে বৃহস্পতিবার দুপুরে কিছুক্ষণের জন্য করুণাময়ী মোড়ে তীব্র যানজট তৈরি হয়৷ পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের হঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে৷

আরও পড়ু্ন: ‘শুধু জেতার কথা বললে হবে না, বিরোধীরা যেন প্রার্থী খুঁজে না পায়’: Udayan Guha