একটি নয়, জোড়া পৌরাণিক তাৎপর্য রয়েছে রাম নবমীর, জেনে নিন

0
54
Rama Navami

বিশ্বদীপ ব্যানার্জি: আর কয়েকদিন পরেই রাম নবমী। জানেন কি, এই দিনটি পৌরাণিক তাৎপর্য? অর্থাৎ কেন এই দিনটিকে রাম নবমী (Rama Navami) বলা হয়ে থাকে। নাম থেকেই পরিষ্কার যে ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে সম্পর্কিত এই দিনটি। কিন্তু ঠিক কি ঘটেছিল এইদিনে।

আরও পড়ুন: ৬০০ ফুট নিচের পাহাড়ি ছড়াতে আপনা আপনি উঠেছে দুই শিবলিঙ্গ, সন্ধান মিলল নয়া তীর্থক্ষেত্রের

- Advertisement -

বস্তুতঃ একটি নয়। বরং দুটি পৌরাণিক তাৎপর্য রয়েছে রাম নবমীর (Rama Navami)। একটি হল শ্রীরামচন্দ্রের জন্ম। রাম ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। রাক্ষসরাজ রাবণকে বধের নিমিত্ত রাম অবতারে মানুষের ঘরে জন্মগ্রহণ করেন রাম। কারণ, ব্রহ্মার বর অনুসারে কেবলমাত্র কোনও মানুষের হাতেই মরতে হত রাবণকে।

 

তাই রাবণকে বধ করতে নররূপে জন্মগ্রহণ করেন বিষ্ণু। আর পুরাণ মতে, এই রাম নবমী তিথিতেই অযোধ্যার রাজা দশরথের রাণী কৌশল্যার কোল আলো করে জন্ম নেন রামচন্দ্র। আর সে কারণেই রামের নামে এই তিথির নামকরণ হয়েছে রাম নবমী (Rama Navami)। যদিও আরও একটি তাৎপর্য রয়েছে দিনটির‌‌।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

রামায়ণ তথা পুরাণ মতে, রামের বিবাহ-ও এই তিথিতে হয়েছিল। মিথিলার রাজা জনক তাঁর জ্যেষ্ঠা কন্যা সীতার বিবাহের শর্ত হিসেবে হরধনুককে রেখেছিলেন। জনকের শর্ত ছিল, শিবের এই ধনুকে যে গুণ পরাতে পারবে তার সঙ্গেই মেয়ের বিয়ে দেবেন। রাম এই ধনুক ভেঙে সীতাকে জয় করেন। অতঃপর এই তিথিতেই (Rama Navami) বিবাহবন্ধনে আবদ্ধ হন রামসীতা।