কোথায় দুর্নীতি, রাজ্যে ফি বারই দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে টেট পরীক্ষা হয়েছে – দাবি শিক্ষামন্ত্রীর

0
150

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: ‘‘চার চার বার গুজরাট সরকার টেট নিতে গিয়ে ফেল করেছে, হয়নি-পরীক্ষা নিতে পারেনি। উত্তর প্রদেশ এখনো টেট কিভাবে নেবে বুঝে উঠতে পারেনি।’ কিন্তু এরাজ্যে ২০২৩সালেও অত্যন্ত দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে টেট পরীক্ষা হয়েছে।’’ রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির হাজারো অভিযোগের আবহেও বিজেপি পরিচালিত দুই রাজ্যের সরকারকে কাঠগোড়ায় তুলে নিজেদের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

বুধবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের রাজ্যস্তর অভিযোজন প্রশিক্ষণ শিবিরে’ বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে ‘সামনেই টেটের ফল প্রকাশ হচ্ছে’ জানিয়ে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশে বলেন, ‘‘চাপ, প্রতিকূলতা, ‘মিডিয়া ট্রায়াল’ ও ‘বিরোধীদের ট্রায়ালে’র মধ্যেও এতো দিন যে কাজটা করে এলেন বাকিটাও ‘ঠাণ্ডা মাথায়’ যেন করেন।’’ এছাড়াও শিক্ষামন্ত্রীর দাবি, ‘‘ক্ষমতায় আসার পর গত ১২-১৩ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র শিক্ষকদের জন্য যা করেছেন তার ‘ফর্দ’ তৈরি করলে লম্বায় বাঁকুড়া রবীন্দ্র ভবনের শুরু থেকে শেষ পর্যন্ত লাগবে।’’

- Advertisement -

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্যের বিরোধীতা করে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, ‘‘পঞ্চায়েত ভোটের আগে ওনারা ওঁদের ‘ক্যাপ্টেনের শেখানো বুলি আওড়াচ্ছেন৷’’ একই সঙ্গে মন্ত্রী ব্রাত্য বসুকে নিশানা করে তিনি বলেন, ‘‘আপনি গুজরাট-উত্তর প্রদেশে দশ দিন রাত্রিবাস করে আসুন। প্রশাসনিক, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা দেখে আসুন। এখানকার শিক্ষা দপ্তর যখন ‘পুরোটাই জেলে’ তখন এরাজ্যের শিক্ষিত বেকার যুবকরা উত্তর প্রদেশ-গুজরাটে চলে যাচ্ছে। পরিস্থিতি এমনই যে এরাজ্যের সরকারি কর্মচারীরাই এই সরকারের ‘পতন’ চাইছে। ‘কৃত্রিম রাম নামেও’ উদ্ধার মিলবে না৷’’

আরও পড়ুন: ‘আমরা সিপিএমের মতো নই’ মমতা জমানার শিক্ষানীতি নিয়ে বিস্ফোরক ব্রাত্য