CRPF: বাড়িতে পৌঁছাল জওয়ানের কফিন বন্দি দেহ, সেনাবাহিনীর তরফে দেওয়া হল গার্ড অফ অনার

0
430

তমলুক: কয়েক মাস আগেই বাড়ি এসেছিলেন। ২ জানুয়ারি ফের বাড়ি আসার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই কফিনবন্দি হয়ে ফিরলেন ঘরের ছেলে। গত সোমবার লাদাখে টহলরত অবস্থায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তমলুকের সিআরপিএফ জওয়ান বছর ৩৬-এর নন্দলাল রানার। বৃহস্পতিবার সকালে কফিন বন্দি হয়ে বাড়িতে পৌঁছায় সিআরপিএফ জওয়ানের মৃতদেহ। শোকের ছায়া পূর্ব মেদিনীপুর তমলুক এলাকায়।

আরও পড়ুনঃ Suspend: তারকা বলে ছাড় নয়, শুধু শো-কজ়ের পর এবার সাসপেন্ডও করা হতে পারে এই দুই সাংসদকে

- Advertisement -

মঙ্গলবার ময়নাতদন্ত করার পর বৃহস্পতিবার সেনাবাহিনীর তৎপরতায় তমলুকের নিজের গ্রামে আনা হয় দেহ। এদিন সেনা জওয়ান নন্দকে শেষ দেখা দেখার জন্য গোটা গ্রাম রাস্তায় নামে। গ্রামবাসীরা শেষ শ্রদ্ধা জানান নন্দবাবুকে। পরে সেনাবাহিনীর তরফে গার্ড অফ অনার দেওয়া হয়।

আরও পড়ুনঃ বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে মানুষের মনে সন্দেহ আছে, প্রশ্ন তুলে দাবি শিবসেনার সঞ্জয় রাউতের

সোমবার সকালে মেঘলা আকাশ ছিল লাদাখে। ওইদিন সকালে পাহাড়ি রাস্তায় টহলদারির জন্য বের হন ৪২ নং ব্যাটালিয়ানের চার জন জওয়ান। এমন সময় আচমকা দুর্ঘটনার কবলে পড়ে সেনা জওয়ানদের ওই গাড়ি। পাশের খাদে পড়ে যায় গাড়িটি। গুরুতর জখম হন গাড়ির মধ্যে থাকা ৪ সেনা জওয়ান। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে সকাল নটা নাগাদ মৃত্যু হয় তমলুকের বাসিন্দা সেনা জওয়ান নন্দ রানার। বাকি ৩ আহত জওয়ান জম্মু-কাশ্মীরের সিআরপিএফ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

কয়েক মাস আগেই বাড়ি এসেছিলেন নন্দ রানা। বাড়ির লোকজন পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও কাটিয়েছেন একাধিক মুহূর্ত। কিন্তু সেই নন্দ রানা যে আজ আর নেই তা ভাবতেই পারছেন না পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও। পরিবারের পাশাপাশি প্রিয় নন্দকে হারিয়ে শোকে বিহ্বল পাড়া প্রতিবেশীরাও।