কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সিবিআই দুই আধিকারিক

0
50

কোচবিহার : মঙ্গলবার সকালে কোচবিহার সাত মাইল এলাকায় পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় আহত দুই সিবিআই আধিকারিক। আহত আধিকারিকদের নিয়ে যাওয়া হয় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, এদিন কোচবিহার থেকে মাথাভাঙ্গা যাচ্ছিলেন সিবিআইয়ের একটি দল। সেই সময় সাত মাইল সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির।

কোচবিহার : গাড়িতে থাকা সিবিআই আধিকারিকরা আহত হন। দুই আহত আধিকারিকের নাম আফসার আলম ও বিবেক ত্রিপাঠী। এরপরই তাদের উদ্ধার করে দ্রুত কোচবিহারে নিয়ে আসা হয়। বর্তমানে কোচবিহারের বেসরকারি এক হাসপাতালেই সিবিআইয়ের দুই আধিকারিক চিকিৎসাধীন।

- Advertisement -

আহত সিবিআই আধিকারিদের হাসপাতালে দেখতে যান কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। এই দুর্ঘটনা নিয়ে সিবিআই আধিকারিদের প্রশ্ন করা হলে তারা কোনরকম প্রতিক্রিয়া দিতে চাননি। হাসপাতালে দেখতে গিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে।

তিনি বলেন যেভাবে সিবিআই আধিকারিকরা শাসক দলের নেতাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ঘটনা পরিকল্পনা মাফিক হতে পারে। এই পথ দুর্ঘটনা চক্রান্ত করে ঘটানো হয়েছে কিনা তা নিয়ে তদন্ত করা প্রয়োজন। সিবিআইয়ের দুই আধিকারিক কি কারণে এখানে এসেছিলেন তা এখনও স্পষ্ট নয়।