এই প্রযুক্তি অনেকটাই নিশ্চিত করবে চা-চাষিদের, বৃষ্টির পূর্বাভাষ থেকে বাড়ন্ত চা-গাছের খুঁটিনাটি মুহূর্তে পৌঁছবে মুঠোফোনে

ইতিমধ্যেই উত্তরবঙ্গের ২ জেলা জুড়ে বসানো হয়েছে ১৫ টি ওয়েদার স্টেশন

0
29
weather station

জলপাইগুড়িঃ ক্ষুদ্র চা-চাষিদের জন্য নয়া উদ্যোগ। ইতিমধ্যেই জলপাইগুড়ি ও কোচবিহার জেলা জুড়ে বসানো হয়েছে ১৫ টি ওয়েদার স্টেশন (weather station)। স্মার্ট অ্যাগ্রো প্রকল্পের (smart agri programe) মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার ভোডাফোন আইডিয়া স্মার্ট অ্যাগ্রো প্রজেক্টের ট্রেনিং সেন্টার ও প্রকল্পের উদ্বোধন করলেন জলপাইগুড়ি‌র জেলাশাসক মৌমিতা গোদারা বসু। জলপাইগুড়ি ক্ষুদ্র চা-চাষি সমিতির কার্যালয়ে ট্রেনিং সেন্টার ও প্রকল্পের উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃটেস্ট পেপারের প্রশ্নপত্রে ‘আজাদ কাশ্মীর’, বিতর্কের কেন্দ্রে মালদহের স্কুল

- Advertisement -

প্রতি বছর বর্ষায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফসল। ধান, গম, শাক-সবজি নানাবিধ ফসলের ক্ষয়ক্ষতিতে লক্ষাধিক টাকার লোকসান গোনে চাষিরা। অকাল বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বহুগুণে। তালিকা থেকে বাদ নেই চা। এবার সেই ক্ষয়ক্ষতি রুখতে অভিনব উদ্যোগ নেওয়া হল উত্তরবঙ্গের দুটি জেলায়, জলপাইগুড়ি ও কোচবিহার। আবহাওয়ার সকল আপডেট মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে চাষিদের ফোনে। নেপথ্যে ওয়েদার স্টেশন। তবে প্রযুক্তির সঙ্গে এঁটে উঠতে তো প্রয়োজন সঠিক প্রশিক্ষণের। তারও ব্যবস্থা করা হয়েছে। স্মার্ট অ্যাগ্রো প্রকল্পের আওতায় থাকা এই প্রকল্পটির খুঁটিনাটি বিষয়ে জানতে খোলা হল ট্রেনিং সেন্টার। সাথে সাথে জেলাশাসকের উপস্থিতিতে উদ্বোধন করা হল প্রকল্পের।

weather station

আরও পড়ুনঃশরবত বেচাকেনার আড়ালে চলত বৈপ্লবিক কাজ, ব্রিটিশদের চোখে ধুলো দিতে প্যারামাউন্টে হাজির হতেন নেতাজি

আরও পড়ুনঃমহিলাদের সঙ্গে শ্লীলতাহানি-মারধরের অভিযোগ বাড়ির মালিকের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

শুধুমাত্র বৃষ্টির আপডেট নয় বা জলবায়ু পরিবর্তনের কথা নয়। চা-গাছে পোকা লেগেছে কিনা। সময় অনুযায়ী চা-গাছ ঠিক মত বাড়ছে কিনা? চা-চাষের খুঁটিনাটি সকল বিষয় জানা যাবে এক ঝটিকায় । স্মার্ট অ্যাগ্রো প্রকল্পের (smart agri programe) আওতায় থাকা ওয়েদার স্টেশনের (weather station) রেডিয়াস ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে। রয়েছে একাধিক ক্যামেরা। আপাততভাবে চা-বাগান দিয়ে সূচনা হলেও অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি অন্যান্য চাষাবাদেও কাজে লাগবে বলে মনে করছেন অনেকে।

weather station