Tripura Municipal Election: ত্রিপুরায় গেরুয়া ঝড়, শুভেন্দুর খাসতালুকে মিষ্টি বিলি করল তৃণমূল, জানেন কেন

0
625

কাঁথি: ত্রিপুরা পুরভোটে গেরুয়া ঝড় অব্যাহত থাকলেও শেষ পর্যন্ত খাতা খুলতে সমর্থ হয়েছে তৃণমূল। আমাবসায় একটি আসন দখল করেছে তৃণমূল। আমবাসা পুরসভা ১৩ নম্বর ওয়ার্ডে একটি মাত্র আসনে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুমন পাল। তবে একাধিক আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

আরও পড়ুনঃ Omicron Variant: ক্রমেই গাঢ় হচ্ছে ‘ওমিক্রন’ আতঙ্ক, রাজ্যগুলিকে গভীর নিয়ন্ত্রণ ও নজরদারি প্রয়োগের নির্দেশ কেন্দ্রের

- Advertisement -

তৃণমূল নেতৃত্ব প্রথমবার ভিনরাজ্যের পুরসভা ভোটে লড়াই করে কোনও আসনে জয়যুক্ত হল। ত্রিপুরাতে ৩৩৪ টি আসনের মধ্যে ১৯৭ টি আসনে জয়লাভ করে বিজেপি। ত্রিপুরা আমবাসা পুরসভার একটি আসনে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই আমবাসা পুরসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার ছিলেন কাঁথি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি। তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করায় উল্লাসে ফেটে পড়েন কাঁথি তৃণমূল কর্মী সমর্থকরা। শহরের একাধিক রাস্তায় পথ চলতি মানুষদের মিষ্টি বিতরণ করেন তাঁরা। পাশাপাশি সবুজ আবির মাখিয়ে চলে উল্লাস।

আরও পড়ুনঃ Aliaa Bhatt: রণবীর নন, অন্য ভালোবাসার মানুষকে খোলা চিঠি আলিয়ার

ত্রিপুরা পুর নির্বাচনের ফল ঘোষণার পর নিজের ফেসবুক প্রোফাইলে সুপ্রকাশ গিরি ত্রিপুরা বাসির উদ্দেশ্যে শুভেচ্ছা পাঠান। বলেন, “প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃত দেওয়ায় খুশি।” তিনি জানান, ” খুবই আনন্দের বিষয়, ত্রিপুরাতে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস ভাল ফল করেছে। একটি আসন জয়লাভ সেটা বড় কথা নয়, প্রধান বিরোধী দলের আসন জয়লাভ করতে পেরেছি। বাংলার উন্নয়ন ত্রিপুরাতে চাই, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দরকার। ত্রিপুরাবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন।”

পাশাপাশি, তিনি বলেন, “এটা সেমিফাইনাল ছিল। ফাইনাল খেলব ২০২৩ সালে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আগামী ২৩ মাস ঘুমাতে পারবেন না। আমাদের জয় সুনিশ্চিত। আগরতলার মাটিতে যেভাবে সন্ত্রাস হয়েছে। সিপিএম রক্ত ঝরিয়ে মিশে গিয়েছে। আগামী দিনেও বিজেপি সেখান থেকে মুছে যাবে।”