বিজেপির দেওয়াল লিখন কালি দিয়ে মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
164

নিজস্ব সংবাদদাতা, তমলুক: রাতের অন্ধকারে বিজেপির লেখা দেওয়াল লিখন কালি দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠল হলদিয়া পুরসভা এলাকায় তৃণমূলের বিরুদ্ধে। খবর চাউর হতেই গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প নগরী হলদিয়া পুরসভার বিভিন্ন এলাকায় উৎসাহী বিজেপি কর্মী সমর্থকরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছিল। সেই মতো হলদিয়া পুরসভা ২২ নং ওয়ার্ডে বিজেপি কর্মীরা দেওয়ালে পদ্মফুল লিখন করেছিল।রাতের অন্ধকারে দেওয়াল লিখনের উপরে কালি ছিটিয়ে দেওয়া ও মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃনমূল বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো আতঙ্কিত হলদিয়াবাসী। ঘটনার পর রীতিমতো রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

- Advertisement -

তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি নবারুণ নায়ক বলেন, ‘দেওয়ালে কালি দিয়ে বিজেপিকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।মানুষ যোগ্য জবাব দেবে’। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। হলদিয়া পুরসভার তৃণমূল নেতা দেবপ্রসাদ মণ্ডল বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন। তৃণমূল নেতা দেবপ্রসাদ মণ্ডল দাবি করেন, ‘এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো কর্মী সমর্থক যুক্ত নয়। হয়তো বিজেপি গোষ্ঠী কোন্দলের কারণে এমন ঘটনা ঘটতে পারে’।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরের দাপুটে নেতা তথা নন্দীগ্রাম আন্দোলনে কাণ্ডারি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন। তারপরেই পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি কর্মী সমর্থকদের উদ্দীপনা চোখে পড়ার মতন। রাজ্য বিধানসভা ভোটের এখনও কয়েক মাস বাকী রয়েছে। আগেভাগেই কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপির কর্মী-সমর্থকেরা।