মুকুল রায়কে নিয়ে অস্বস্তির মুখে দিলীপ ঘোষ

0
165

পলাশ নস্কর, বিধাননগর ব্যুরো: ‘পারিপার্শ্বিক তথ্য প্রমাণের’ ভিত্তিতে পুলিশ কর্তা রাজীব কুমারকে হেফাজতে নিতে চায় সিবিআই।

- Advertisement -

এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ”এই প্রসেস তো অনেকদিন ধরে চলছে। আমার মনে হয় সিবিআইয়ে যে তদন্ত রিপোর্ট জমা পড়েছে তার মধ্যে বহু লোকের সাক্ষাৎকার হয়েছে তার তথ্যও আছে। তার ওপরে বেশ করে আগামীদিনের কার্যসূচি হবে। সবে শুরু হয়েছে আরো কিছু দেখা যাবে যেহেতু কোর্টে আপিল করেছে। কোর্ট নির্দেশ দিলে হবে”।

 

ইতিমধ্যে সিবিআই ২৭৭ পাতার আবেদনে অভিযুক্ত কুণাল ঘোষ,দেবযানী মুখোপাধ্যায়ের বয়ানের কপি জমা দিয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিতে চেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

এর আগে ইডিকে দেওয়া বয়ানে ২০১৩ সালে কুণাল ঘোষ বলেছিলেন, ”২০১১ -এর ভোটের আগে ২০৫ জন প্রার্থীকে ২৫ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। কুণাল ঘোষের ইডিকে দেওয়া বয়ানের এই কপিও শীর্ষ আদালতে জমা দিয়েছে সিবিআই”।

এর প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, ”সেইসব তো ইন্টারভিউতে কুণাল ঘোষ আগেই বলেছেন। স্বাভাবিকভাবে আমার মনে হয় সেই সমস্ত নেতাদের নামও বলা উচিত। তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত”।

তৃণমূলের প্রাক্তণ সাংসদ কুণাল ঘোষ অভিযোগ তুলে বলেছেন,” গোটা ঘটনায় মুকুল রায়ের সক্রিয় ভূমিকা আছে এবং তাঁকে অবিলম্বে গ্রেফতার করা উচিত”।

এই নিয়ে দিলীপ ঘোষ অস্বস্তির মধ্যে পড়ে গিয়ে বলেন, ”উনি কি বলেছেন সুদীপ্ত সেন চিঠি লিখেছেন। বাকিদের সাক্ষাৎকার হয়েছে। আর যার যার নাম আসছে তাঁদের সবাইকে ডাকা উচিত তাহলে সত্য সামনে আসবে সবাই ঠিক বলছে এরকম নয়”।