মিথ্যা মামলা দিলে খোয়া যেতে পারে চাকরি, পুলিশকে সতর্কতা তথাগতর

0
107

খাস খবর ডেস্ক: রাজ্য জুড়ে বিজেপির কর্মীদের মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে রাখছে। কেউ কেউ আবার মামলা গেরোয় আদালতে চক্কর কাটছে। অনেকে মামলার ভয়ে বাড়ি ছাড়া। এই অবস্থায় মিথ্যা মামলা নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশকে সতর্ক করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি এবং পদ্ম শিবিরের প্রবীণ নেতা তথাগত রায়।

আরও পড়ুন- করোনার জন্য পিছিয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা

- Advertisement -

অস্ত্র আইন বা মাদক আইনের গেরোয় শ্রীঘরে ঢুকিয়ে দেওয়া হয় বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের। রাজ্যের বর্তমান শাসকদলের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। দলের গোষ্ঠী কোন্দলের জেরেও এই ধরণের মামলা দিয়ে দলেরই নেতাকর্মীদের জেলে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপিতে যোগ দিয়ে এই নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য মুকুল রায়।

এই নিয়েই সরব হয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। টুইট করে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকদের প্রতি আবেদন, সতর্কবাণীও। আপনাদের আনুগত্য সংবিধানের প্রতি, কোনো রাজনৈতিক দলের প্রতি নয়।” আইন বিরুদ্ধে আই কাজ করলে ফল খুব খারাপ হতে পারে বলেও জানিয়েছেন উত্তর পূর্ব ভারতের দুই রাজ্যের রাজ্যপাল। তিনি লিখেছেন, “বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা কেস দিলে ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২১৮,২১৯ ও ২২০ ধারায় কেস রুজু হতে পারে। চাকরি নিয়ে টানাটানিও হতে পারে।”

আরও পড়ুন- চাঁদে তিন একর জমি কিনে বিবাহবার্ষিকীতে স্ত্রীকে উপহার রাজস্থানের এক ব্যক্তির