Rail accident: হুঁশ ফিরছে না কিছুতেই, বেলঘড়িয়ায় অসাবধানতার বলি দুই

0
62

খাস খবর ডেস্ক: দমদম ও বেলঘরিয়া স্টেশনের মাঝে শিয়ালদহ মেন লাইনে দূর্ঘটনা। চলন্ত ট্রেন প্রাণ কাড়ল দুই যুবকের। পাশাপাশি দমদম স্টেশন চত্বরে ছিনতাইবাজের কবলে পড়ে পালাতে গিয়ে গুরুতর জখম এক মহিলা। শুক্রবার রাতের এই মর্মান্তিক দুটি ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ Love marriage: শখ ছিল দামি মোবাইলের, স্ত্রীকে বিক্রি করেই শখ পূরণ নাবালকের

- Advertisement -

জানা গিয়েছে, দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝে শিয়ালদহ মেন লাইনে বেলঘড়িয়া সিসিআর ব্রিজের নিচে আপ ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের নাম সদানন্দ বণিক(২৬) পেশায় গাড়ি চালক ও আর এক জনের নাম রাজু মন্ডল(৩২) পেশায় মৎস্য ব্যবসায়ী । মূলত লাইন পারাপার করতে গিয়েই ঘটে দুর্ঘটনা।

আরও পড়ুনঃ Diwali 2021: কদিন পরেই দেওয়ালি, তবু ক্রেতা শুন্য এলাকা : মন ভাল নেই বাজি শিল্পীদের

ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কিভাবে ঘটে এই ঘটনা এর জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এমন ঘটনার পরেই বন্ধ করা রাখা হয় ওই লাইনের ট্রেন চলাচল।

এই ঘটনার পাশাপাশি আবার ছিনতাই আপ শিয়ালদহ-হাসনাবাদ লোকালে। ছিনতাইবাজ ছিনতাই করতে গিয়ে এক মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেয় ট্রেন থেকে। বেসামাল হয়েই পড়ে যায় মহিলা। গুরুতর আহত হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে।

আহত মহিলা নিউ ব্যারাকপুরের বাসিন্দা। আহত অবস্থায়তেই কোনমতে স্টেশনে আসেন তিনি। ওখান থেকেই আরপিএফ তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।