টোটো চালকদের বিক্ষোভ মিছিল মালদহে

0
41

নিজস্ব সংবাদদাতা, মালদহ: টোটো রিক্সা চালকদের হয়রানি বন্ধ করা, ননরেজিস্টার্ড টোটো চালকদের কাছ থেকে জরিমানা বন্ধ করা সহ বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে মহকুমা পরিবহন দফতরের আধিকারিকের কাছে স্মারকলিপি তুলে দিল আইএনটিটিইউসি চাঁচল টোটো ইউনিয়ান সমিতির সদস্যরা।

বৃহস্পতিবার এই সংক্রান্ত দাবি-দাওয়া নিয়ে চাঁচল শহরে মিছিল করেন টোটো চালকেরা। মিছিলটি গোটা শহর পরিক্রমা করার পর চাঁচল মহকুমা শাসকের দফতরের সামনে এসে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করে। এরপর বিক্ষোভকারিদের এক প্রতিনিধিদল চাঁচল মহকুমা পরিবহন দফতরের আধিকারিকের হাতে ৪ দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি তুলে দেয়।

- Advertisement -

এই নিয়ে আইএনটিটিইউসি ব্লক সভাপতি দেবব্রত সিংহ জানান, ‘ননরেজিস্টার্ড টোটো গুলোকে আটক করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা নিচ্ছে মহকুমা পরিবহন দফতর। পাশাপাশি টোটো চালকদের হয়রানির শিকার হতে হচ্ছে। তাই সেই সমস্ত গরিব টোটো চালকদের কথা মাথায় রেখে আজ আমরা মহকুমা পরিবহন দফতরের আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দিলাম। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁচল আইএনটিটিইউসির ব্লক সভাপতি দেবব্রত সিংহ, সহ-সভাপতি টিঙ্কু আলী সহ চাঁচল শহরের টোটো চালকেরা।