রাজ্যে শান্তি ফেরাতে রাষ্ট্রপতি শাসন ছাড়াও অন্য ব্যবস্থা নিতে পারে কেন্দ্র: সায়ন্তন

0
36

ব্যারাকপুর: ঘরছাড়া কর্মী-সমর্থকদের ঘরে ফেরাতে পানিহাটির মহাজাতি নগরে ঘরোয়া বৈঠক করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, এক লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া আছেন। ৬০ হাজার বাড়ি ভাঙচুর হয়েছে। ব্যাপক লুটপাট হয়েছে। বিজেপি করার জন্য মহিলাদেরকে হেনস্তাও করা হয়েছে।

সায়ন্তনবাবু বলেন, ক্ষতিগ্রস্ত কর্মীদের দলের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রয়োজনে সবার বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সাহায্য চাওয়া হবে। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার রাস্ট্রপতি শাসন ছাড়াও অন্য আরও স্টেপ নিতে পারে। অন্যভাবেও প্রশাসনিক হস্তক্ষেপ করতে পারে। সেই পথগুলি খোলা আছে।

- Advertisement -

এদিকে দলের কেন্দ্রীয় নেতৃত্বের ডাক পেয়ে রবিবার দিল্লি গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বুধবার দিল্লি গেলেন বাংলার তিন বিজেপি সাংসদ। তাঁরা হলেন অর্জুন সিং, নিশীথ প্রামাণিক এবং সৌমিত্র খাঁ। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসা নিয়ে তাঁদের সঙ্গে বৈঠক করতে পারে দলের শীর্ষ নেতৃত্ব।

প্রসঙ্গত, রবিবার রাতে দিল্লি গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে পি নড্ডার সঙ্গে একান্তে বৈঠক করেছেন তিনি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে প্রায় ৪৫ মিনিট কথা হয়েছে তাঁদের।