WTC ফাইনালের আগে বড় ধাক্কা কিউয়ি শিবিরে, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের বাইরে কেন উইলিয়ামসন

0
22

খাস খবর ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে নিউজিল্যান্ড দলে বড় ধাক্কা। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন। উইলিয়ামসনের জায়গায় দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য টম ল্যাথামকে দলে সুযোগ দেওয়া হয়েছে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি ড্রয়ে শেষ হয়েছিল। অধিনায়ক কেন উইলিয়ামসন বাম কনুইতে চোট পেয়েছেন।

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১০ ​​জুন থেকে এজবাস্টনে শুরু হবে। লর্ডসের টেস্টের দুই ইনিংসেই বড় রান করতে ব্যর্থ হয়েছেন উইলিয়ামসন। কেবল ১৩ এবং ১ রান করতে পেরেছিলেন। এরপরে নিউজিল্যান্ডকে ১৮ জুন থেকে সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে হবে। এমন পরিস্থিতিতে কেন উইলিয়ামসনের চোট নিউজিল্যান্ডের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। শুধু উইলিয়ামসনই নন কিউয়ি দলের তারকা স্পিনার মিচেল স্যান্টনারও চোটের কারণে দ্বিতীয় টেস্টের বাইরে চলে গিয়েছেন।

- Advertisement -

উইলিয়ামসনের অনুপস্থিতিতে উইল ইয়ং নিউজিল্যান্ডের হয়ে তিন নম্বরে ব্যাট করবেন। কিউইর প্রধান কোচ গ্যারি স্টিড স্বীকার করেছেন যে উইলিয়ামসনকে বাইরে রাখা কঠিন সিদ্ধান্ত ছিল, তবে নিউজিল্যান্ডের অধিনায়কের চোট সামলে নেওয়া দরকার। যার ফলে তিনি এই বছরের মার্চেও খেলতে পারেননি। কোচ আরও জানিয়েছেন যে, “কেনের জন্য টেস্ট না খেলার সিদ্ধান্ত সহজ ছিল না। তবে আমরা মনে করি এটি ঠিক। তাঁকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে যাতে ব্যাটিংয়ে কোনও সমস্যায় না পড়েন। বিশ্রাম এবং চোট পুনরুদ্ধারে সহায়তা করবে।”