রবীন্দ্রনাথবাবুকে বিজেপি টিকিট দিলে আমাদের শুভকামনা রইল: কল্যাণ

0
778

বাঁকুড়া: ‘কে কোথায় যাবেন সেটা তাঁর নিজস্ব ব্যাপার।’ সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ‘ছায়াসঙ্গী’ সোনালী গুহর বিজেপিতে যোগদান প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দলীয় সিদ্ধান্তে ৮০ বছরের ওপরে কাউকে টিকিট দেওয়া হয়নি। রবীন্দ্রনাথবাবুকে আমরা সম্মান করি। কিন্তু ওনার বয়স ৮৮ বছরের বেশি। ওই ফর্মুলায় ওনার মতো অনেকেই পড়েছে।

- Advertisement -

এরপরেই বিজেপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি জানি ওই দলে ৭৫ ওপরের ব্যক্তিদের টিকিট দেওয়া হয় না। ঠিক ওই কারণেই মুরুলিমনোহর যোশী, যশোবন্ত সিনহা, লালকৃষ্ণ আদবানীরা টিকিট পাননি। ওই নিয়মের বাইরে গিয়ে যদি রবীন্দ্রনাথবাবুকে বিজেপি টিকিট দেয় তাহলে আমাদের শুভকামনা রইল।

উপস্থিত সাংবাদিকরা সদ্য তৃণমূলত্যাগী সোনালী গুহের প্রসঙ্গ তুললে কল্যাণবাবু বলেন, বিজেপি ‘দলছুট’দের জন্য অপেক্ষা করছিল। তাই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। এখন তো ‘ফুল লিস্ট’ পেয়ে গিয়েছে। ঘোষণা করে দিক প্রার্থীদের নাম।

মালদহ জেলা পরিষদ শাসক দলের হাতছাড়া হওয়া প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যারা চলে গিয়েছে, চলে গিয়েছে। বাস্তবকে মেনে নিতে হবে। তবে ২ মে যখন সারা বাংলা ‘সবুজ তিলক মাখবে’ তখন ফের ওই জেলা পরিষদ তাদের দখলে আসবে বলে তিনি আত্মবিশ্বাসী বলে জানান।