বনগাঁ আদালত চত্বরে বোমাতঙ্ক

0
573

অলোক ঘোষ, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা আদালত চত্বরে বোমাতঙ্কে ছাড়াল। সোমবার দুপুরে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বনগাঁ মহকুমা আদালত চত্বরে সিভিল বার অ্যাসোসিয়েশনের পার্শ্ববর্তী এলাকায়। বনগাঁ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

আদালতের একজন ল-ক্লার্ক বোমার মত দেখতে বস্তুটি প্রথম দেখতে পান। তিনি বনগাঁ কোর্টের দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। তারপর সেই বস্তুটিকে উদ্ধার করে বালতির জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। তবে এই বস্তুটি প্রকৃতপক্ষে বোমা না অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ।

- Advertisement -

স্থানীয়রা জানান, তাঁরা ওই বস্তুটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। বনগাঁ আদালতের আইনজীবী সমীর দাস বলেন, আদালত চত্বর পুরোটাই ঘেরা। নিরাপত্তারক্ষী দ্বারা বেষ্টিত। তার মধ্যে যদি কেউ বোমা ফেলে যায়, তবে বিষয়টি যথেষ্ট আতঙ্কের। পুলিশ বোমার মত দেখতে বস্তুটি জলে ডুবিয়ে রেখে উদ্ধার করেছে। পরীক্ষা করলে বোঝা যাবে ওটি বোমা না অন্যকিছু।