এই জয় অসম্পূর্ণ, তৃণমূল নেত্রীকে মালা পরিয়ে বললেন বিজয়ী নির্দল প্রার্থী

0
197

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: নিন্দুকদের মুখে ছাই দিয়ে শেষ হাসি হাসলেন নির্দল প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী৷ জয়ের ‘খবর’ পাওয়া মাত্রই কালক্ষেপ না করে ছুটলেন ‘দিদি’র দিকে! মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে পরালেন মালা৷ কথা বলতে গিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ল আনন্দাশ্রু৷ কান্নামিশ্রিত কন্ঠে বললেন, ‘‘এই জয় কিছুটা হলেও অসম্পূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা হয়ে টিকিট পেয়ে জয়ী হলে বেশী ভাল লাগতো!’’

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

ঘটনাস্থল, বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড৷ শাসকদল তৃণমূলের প্রার্থীকে পরাজিত করে শেষ হাসি হেসেছেন অনন্যা৷ বললেন, ‘‘অনেক কূৎসা, অপপ্রচারের বিরুদ্ধে লড়ে এই জয় এসেছে৷’’ দলের টিকিট না পাওয়ায় ‘অভিমানে’ নির্দল প্রার্থী হিসেবে পুরভোটে প্রতিদ্বন্দিতা করেছিলেন৷ নেতৃত্বের হুঁশিয়ারির পরও সরেননি লড়াইয়ের পথ থেকে৷

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

অগত্যা, দল বিরোধী কাজের ‘অপরাধে’ তাঁকে ‘বহিস্কার’ করেছিল তৃণমূল। তবুও নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন অনন্যা৷ ১৬ আনা নিশ্চিত ছিলেন নিজের জয়ের বিষয়ে৷ ফল প্রকাশ হতে দেখা যায় অনন্যার অনুমানে কোনও ভুল ছিল না৷ শাসককে টপকেই শেষ হাসি হেসেছেন তিনি৷ তবে হেভিওয়েট শাসকের বিরুদ্ধে টানটান লড়াইয়ে জয়ের পরও মাটিতে নিজের পা রেখেছেন অনন্যা৷ ভোলেননি নিজের ‘রাজনৈতিক গুরু’কে৷ জয়ের খবর পেয়েই এক ছুট্টে দিদির প্রতিকৃতিতে মালা পরিয়েছেন৷ অনুযোগের সুরে বলেছেন, ‘‘আমরা বহিষ্কৃত হয়েছি৷ আমাদের ফিরিয়ে নেবে কি না, সেটা তো আমাদের হাতে নেই৷ তবে দিদি চাইলে আমি ফিরতে রাজি৷’’

আরও পড়ুন: WB Municipal Election: তৃণমূলের নিম ডালে সিপিএমের ভূতের বাসা

আরও পড়ুন:  পড়ুয়া বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, টানা ঘেরাও-অবস্থানে বিপাকে কর্মকর্তারা