দুরপাল্লার ট্রেনে এবার ‘বেবি বার্থ’, Indian Railway-র অভিনব উদ্যোগ

0
118
Baby Birth

খাস খবর ডেস্ক: রেলের তরফে অভিনব উদ্যোগ। দুরপাল্লার ট্রেনে এবার থেকে থাকতে চলেছে ‘বেবি বার্থ’। তিন থেকে পাঁচ বছরের শিশুদের জন্য ট্রেনে আলাদা বার্থ বুক করা যায়। কিন্তু মাসখানেক বা এক-দেড় বছরের শিশুদের নিয়ে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হয় মায়েদের। এই সমস্যার কথা মাথায় রেখেই ছোট্ট শিশুদের জন্য দূরপাল্লার ট্রেনের কামরায় ‘বেবি বার্থ’ চালু করল ভারতীত রেল। বিশেষ করে রাতে ছোট শিশুদের নিয়ে মায়েরা যাতে নিরাপদে ঘুমাতে পারে, সেই জন্যই এই বিশেষ ব্যবস্থা বলে রেলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ কুতুব মিনারের নাম বদলের দাবি জানিয়ে বিক্ষোভ হিন্দুত্ববাদীদের, বিষ্ণু স্তম্ভ রাখার আর্জি

- Advertisement -

আপাতত উত্তর রেলের লখনউ এবং দিল্লি ডিভিশন যৌথ ভাবে দূরপাল্লার ট্রেনে ‘বেবি বার্থ’ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার ৮ মে থেকে এই নিয়ম চালু করেছে রেল। ১২২৩০ লখনউ মেলের কোচ নম্বর ১৯৪১২৯/বি৪-এ ১২-৬০ নম্বর বার্থে মা এবং তাঁর সন্তানের জন্য এই পরিষেবা উপলব্ধ হবে।

আরও পড়ুনঃ শৌচাগার নেই শ্বশুরবাড়িতে, রাগে নববধূ বেছে নিলেন আত্মহত্যার পথ

এই নয়া পরিষেবা নিয়ে একটি টুইটও করেছে উত্তর রেল। তাদের সরকারি টুইটার হ্যান্ডলে বেবি বার্থের ছবিও শেয়ার করা হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে, মূল বার্থের সঙ্গে খুদেদের জন্য একটি বার্থ জুড়ে দেওয়া হয়েছে। ছোটরা ঘুমের মধ্যে ট্রেনের ঝাঁকুনিতে যাতে পড়ে না যায়, তার জন্যও বার্থের ধার ঘিরে দেওয়া হয়েছে। ওই বার্থ মায়ের পাশে নির্বিঘ্নে ঘুমোতে পারবে খুদের দল। তবে প্রয়োজন না হলে ‘বেবি বার্থ’ ভাঁজ করেও রাখা যাবে। তবে, লোয়ার বার্থের সঙ্গেই মূলত বেবি বার্থ জোড়া হয়েছে। এই বেবি বার্থগুলি ৭৭০ মিলিমিটার অর্থাৎ তিন ফুট মতো লম্বা, ২৫৫ মিলিমিটার অর্থাৎ প্রায় এক ফুট চওড়া।

ট্রেনের বার্থ রিজার্ভেশনের সময় যাত্রী সংখ্যায় শিশুর বয়সের উল্লেখ করতে হবে। আপাতত ‘বেবি বার্থ’ রেলের পরীক্ষামূলক উদ্যোগ। সেই কারণে এর জন্য বাড়তি ভাড়ার কথা এখনই কিছু জানায়নি রেল। জানা গেছে, আগামী দিনে রেলের টিকিট বুকিং ব্যবস্থায় বদল আসতে চলেছে, তাতে ‘বেবি বার্থ’-সহ সিট বুকিংয়ের ব্যবস্থা থাকবে। আপাতত এসি টু ও থ্রি টিয়ারে এই ব্যবস্থা চালু হচ্ছে।