তোলা তুলছেন তৃণমূল কাউন্সিলর, প্রতিবাদ করতেই এলাকায় জঞ্জাল পরিষ্কারের কাজ বন্ধ, অভিযোগ

কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা

0
58
corruption

বাঁকুড়াঃ ব্যবসায়ীদের কাছ থেকে ‘তোলা’ তোলার অভিযোগ (corruption) তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বাঁকুড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পাটপুর এলাকার ঘটনা। কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।

আরও পড়ুন :বিচ্ছেদ হলেও ভোলেননি বিশেষ দিন, জন্মদিনে টাইগার’কে শুভেচ্ছা Disha’র

- Advertisement -

পাটপুর হরি মন্দির এলাকায় বিগত একশো বছর বা তারও বেশি সময় ধরে সবজি সহ অন্যান্য ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেন। বিনিময়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে নির্দিষ্ট হারে টাকা নেয় হরি মন্দির পরিচালন কমিটি। ঐ টাকায় বিভিন্ন ধরণের ধর্মীয় অনুষ্ঠান পরিচালিত হয়। বর্তমানে ওই টাকা স্থানীয় তৃণমূল কাউন্সিলর বন্দনা লোহার মন্দির কমিটি নয়, তার তৈরি করে দেওয়া কমিটিকে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। কাউন্সিলরদের কথা ব্যবসায়ীরা মানতে অস্বীকার করায় পুরসভার জঞ্জাল পরিস্কারের কাজ বন্ধ রাখা হয়েছে বলে এলাকার মানুষের দাবি।

আরও পড়ুন :ভাঁওতাবাজি করছেন মুখ্যমন্ত্রী, পুলিশের চাকরি পাবেন না সিভিক ভলেন্টিয়াররা

আরও পড়ুন :ফের উদ্ধার বিপুল পরিমাণে টাকা, সূত্র বলছে ৬৫ লাখ

এ বিষয়ে ঐ ওয়ার্ডের প্রাক্তন সিপিআই কাউন্সিলর প্রদীপ দাস বলেন, “বাম আমলে এই জিনিস ছিল না, এখন রাজ্যের অন্যান্য অংশের মতো পাটপুরেও ‘দাদা-দিদি’র রাজত্ব চলছে।” পুরো বিষয়টি (corruption) ‘নোংরামি’ বলে তিনি দাবি করেন। বাঁকুড়া পুরসভার পুরপ্রধান অলকা সেন মজুমদার এ প্রসঙ্গে বলেন, স্যানিটেশান দফতরের সিআইসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলে পুরপ্রধান জানান। যদিও অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর বন্দনা লোহার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।