চাকরির নামে টোপ, হোটেলে ডেকে শারীরিক সম্পর্কের প্রস্তাব, অভিযোগ

হাওড়ার লিলুয়ার বাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।

0
386
digha arrest

দিঘা : চাকরি দেওয়ার নাম করে যুবতীকে টোপ । দিঘার (digha) হোটেলে ডেকে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টার অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার (arrest) অভিযুক্ত।

আরও পড়ুন :তোলা তুলছেন তৃণমূল কাউন্সিলর, প্রতিবাদ করতেই এলাকায় জঞ্জাল পরিষ্কারের কাজ বন্ধ, অভিযোগ

- Advertisement -

অনলাইনে প্রতারণার ফাঁদ। চাকরি দেওয়ার নাম করে যুবতীকে টোপ। এই ঘটনায় গ্রেফতার হাওড়া জেলার লিলুয়া এলাকার বাসিন্দা। জানা গেছে অভিযুক্তের নাম মৃত্যুঞ্জয় দাস। জানা গেছে গত ১৫ দিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার কোতয়ালী থানার বাসিন্দা এক যুবতী অনলাইনে চাকরির জন্য আবেদন জানান। প্রতারিত ওই যুবতী একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। যুবতীর অনলাইনে আবেদন দেখে দিঘায় একটি হোটেলের চাকরির ট্রেনিং হবে বলে ওই যুবতীকে ডেকে পাঠান অভিযুক্ত। এরপর ওই যুবতী দিঘার এসে হাজির হন। পরে চাকরির ট্রেনিং নাম করে টাকা নেন ও যুবতীকে কু-প্রস্তাব দেন বলে অভিযোগ। শারীরিক সম্পর্ক না করলেও চাকুরি পাবেন না বলে জানিয়ে দেন ওই যুবক । পরে জোরপূর্বক ও যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন।

আরও পড়ুন :বিচ্ছেদ হলেও ভোলেননি বিশেষ দিন, জন্মদিনে টাইগার’কে শুভেচ্ছা Disha’র

আরও পড়ুন :জমি দখল করতে মারধর, আসছে প্রাণনাশের হুমকিও, অভিযুক্ত নির্দল কাউন্সিলরের প্রোমোটার আত্মীয়

অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। হাওড়া জেলার লিলুয়ার বাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার (arrest) করা হয়। অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। দিঘা থানার (digha police station) এক পুলিশ আধিকারিক বলেন ” অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।