ইয়াসের দাপটে উপড়ে যাওয়া গাছের তলায় চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের

0
29

কলকাতা: একদিকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস অন্যদিকে পূর্ণিমার ভরা কোটাল৷ জোড়া ফলায় নাস্তানাবুদ হাল পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের৷ মৌসম ভবন সূত্রের খবর, বুধবার দুপুরের দিকে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ডের দিকে। তার আগে রীতিমতো তাণ্ডব নৃত্য দেখাচ্ছে বালেশ্বর থেকে দিঘা সর্বত্রই৷ সময়ের আগে প্রবেশ করা এবং ভরা কোটালের জেরে বিপত্তি ও দুর্ভোগ বেড়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে৷ এরই মাঝে ইয়াসের তাণ্ডবে প্রাণ গিয়েছে এক বৃদ্ধের৷

আরও পড়ুন: জোড়া ফলায় দুর্যোগ ও দুর্ভোগ বাড়ল উপকূল এলাকার বাসিন্দাদের

- Advertisement -

প্রশাসন সূত্রের খবর, ইয়াসের দাপটে উপড়ে যাওয়া গাছের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝড় জেলার পঞ্চপল্লী গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে বসে ঝড়ের চেহারা দেখছিলেন ওই বৃদ্ধ৷ আচমকা ঝড়ের দাপটে একটি বড় গাছ উপড়ে আকাশে উড়তে শুরু করে৷ কিছু বুঝে ওঠার আগেই সেই গাছের তলায় চাপা পড়ে মৃত্যু হয় বৃদ্ধের৷ ঘটনায় জখম হয়েছেন বছর কুড়ির এক তরুণও৷

এদিকে আজই পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ থাকায় থাকায় সকাল ৯টা ১৫ মিনিট থেকে ১১টা ৩৭ মিনিট পর্যন্ত জোয়ার রয়েছে৷ স্বভাবতই, অতি শক্তশালী ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে সমুদ্রের জলোচ্ছ্বাসের উচ্চতা আরও বেড়ে গিয়েছে৷ তারই জেলে রাজ্যের উপকূল এলাকায় অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। সমুদ্রের নোনা জলে প্লাবিত গ্রামের পর গ্রাম৷ দুর্যোগের দুর্ভোগে রীতিমতো নাকাল হতে হচ্ছে লক্ষাধিক মানুষকে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত তা এখনও স্পষ্ট নয় প্রশাসনের কাছেও৷