Suicide: চলন্ত লঞ্চ থেকে ফের গঙ্গায় ঝাঁপ, নিমেষে তলিয়ে গেলেন ব্যক্তি

0
466

হাওড়া: ফের মরণ ঝাঁপ গঙ্গায়। বেলুড় থেকে দক্ষিণেশ্বরে যাবার পথে চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ মধ্যবয়সী এক ব্যক্তির। পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদ। আর সেই কারণে এই সিদ্ধান্ত। ঘটনার পর এখনও খোঁজ মেলেনি তার।

আরও পড়ুনঃ Fraud case: রাজ্যে সক্রিয় প্রতারণা চক্র, পুলিশের জালে দুই

- Advertisement -

জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় চৌহান (৪৫)। হাওড়ার কোনা হাই রোডের বাসিন্দা। সোমবার বেলুড় থেকে দক্ষিণেশ্বগামী একটি লঞ্চে সঞ্জয় ও তাঁর পরিবার ওঠে। এদিনই বেলা সাড়ে এগারোটা নাগাদ চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দেন ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের কথায়, সঞ্জয়কে বাঁচাতে অনেকবার লঞ্চটিকে ঘুরিয়ে তল্লাশি চালানো হয়। কিন্তু ওই ব্যক্তির কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপরেই যাত্রীসমেত লঞ্চটি আবার বেলুড় জেটিতে ফিরিয়ে নিয়ে আসেন চালক।

আরও পড়ুনঃ অ্যাপ থেকে সাবধান, ঋণ নিয়ে চরম Blackmail এর শিকার মহিলা

এদিকে, ঘটনার খবর পেয়ে বেলুড় জেটিতে আসেন নিখোঁজ ওই ব্যক্তির স্ত্রী। যদিও এখনও অবধি খোঁজ মেলেনি তাঁর। শেষ খবর অনুযায়ী, বালি থানার পক্ষ থেকে রিভার্স ট্রাফিককে খবর দেওয়া হয়। এই মুহূর্তে তারা গঙ্গায় তল্লাশি চালাচ্ছে ।

নিখোঁজ ওই ব্যক্তির স্ত্রী বলেন, “আমরা ভাড়া বাড়িতে থাকি। আঠারো বছর ধরে আমি পরিচারিকার কাজ করছি। কয়েকদিন ধরেই বাড়িওয়ালা ঘর খালি করে দেওয়ার কথা বলছিল। আমি বলেছি ছেলে-মেয়েকে নিয়ে আমরা কোথায় যাব। এই নিয়েই গন্ডগোল চলছিল। কিন্তু কেন এমন করলেন জানি না।”