কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবাদপ্রতিম ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

0
338

খাস খবর ডেস্ক: চলে গিয়েছেন সুভাষ ভৌমিক। এরই মধ্যে আবারও এক উদ্বেগের সৃষ্টি হল ক্রীড়ামহলে। সুভাষ ভৌমিকের মৃত্যুর দুদিনের মধ্যেই করোনা আক্রান্ত হলেন তাঁর প্রাণের বন্ধু তথা একদা দেশের অন্যতম সেরা উইঙ্গার সুরজিৎ সেনগুপ্ত।

আরও পড়ুন: ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন ব্রেন্ডন টেলর, ব্ল্যাকমেল করে মুখ বন্ধ রাখার চেষ্টা

- Advertisement -

রবিবার মাঝরাতে তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছে। ফলে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

চিকিৎসকদের সূত্রে খবর, সুরজিৎবাবু’র শারিরীক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। তবে বেশ কিছুদিন তাঁকে হাসপাতালের ওয়ার্ডে কাটাতে হবে। ভারতীয় ফুটবলের এক উল্লেখযোগ্য নাম সুরজিৎ সেনগুপ্ত। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, খেলেছেন দুই প্রধানের হয়েই।

আরও পড়ুন: মুকুটে আরও এক পালক, প্রমীলা ক্রিকেটে বছরের সেরা নির্বাচিত স্মৃতি মান্ধানা

গত কয়েকদিন ধরেই তিনি কাশির সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থা ক্রমেই জটিল হতে থাকে। এরপর অক্সিজেন স্যাচুরেশন ৮০ তে নেমে আসায় হাসপাতালে নিতে আর দেরি করেননি পরিবারের সদস্যরা। সেখানেই কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এরপর অক্সিজেন সাপোর্ট দেওয়ার পর তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ -র আশপাশে রয়েছে বলে জানা যাচ্ছে।