জুতো পরে দূর্গা মায়ের মূর্তির সামনে ইস্টবেঙ্গল কোচ-ফুটবলাররা!

0
50

সব্যসাচী ঘোষ : বৃহস্পতিবার কলকাতার রাজডাঙা নব উদয় সংঘে উন্মোচিত করা হয় ইমামি ইস্টবেঙ্গল এফসির নতুন হোম, অ্যাওয়ে, থার্ড কিট সহ সমস্ত জার্সি। লাল-হলুদের প্রাক্তন ফুটবলারদের সাথে বর্তমান ফুটবলারদের মেলবন্ধনে এই অনুষ্ঠানটি অত্যন্ত জমকালো উপায়ে সম্পন্ন হয়।

ইমামি ইস্টবেঙ্গল এফসির তরফ থেকে উপস্থিত ছিলেন হেড কোচ স্টিফেন কনস্টানটাইন এবং ফুটবলার সৌভিক চক্রবর্তী, ক্লেইটন সিলভা ও ভিপি সুহের। জার্সি উন্মোচনের পর লাল-হলুদের এই চার সদস্যকে নিয়ে আয়োজকরা দেখিয়ে আসেন পুজোর প্যান্ডেল।

- Advertisement -

এবং সেই পুজো দেখাতে গিয়ে তৈরি হয় বিতর্ক। দেখা যায়, বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী নিজের জুতোজোড়া খুলে মায়ের মূর্তির সামনে গেলেও কনস্টানটাইন, সুহের ও ক্লেইটন জুতো পড়েই হাজির হন, জ্বালান প্রদীপও। আর এই নিয়ে সমালোচনা শুরু হয় নেটমাধ্যমে।

অনেকের দাবি, এই বিষয়ে সৌভিক এবং আয়োজকদের সতর্ক হওয়া উচিত ছিল। যদিও অনেকে জানিয়েছেন, যেহেতু তারা ভিন ধর্মের, ফলে আচার-সংস্কৃতি না জেনেই তারা এমনটা করেছেন।

আরও পড়ুন: ‘সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করব’, দায়িত্ব গ্রহণ করেই বললেন ভারতের নয়া CDS জেনারেল

তবে এই ঘটনাটি জমকালো এই অনুষ্ঠানে কিছুটা কালি ছিটিয়ে দিল, তা বলাই যায়।