Teacher job: বাংলায় প্রাইমারি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, বিস্তারিত জানুন

0
364

খাস খবর ডেস্ক: মহামারী কাটিয়ে নতুন করে স্বাভাবিক পথে হাঁটছে দেশ। এই পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে রয়েছেন। কিন্তু একে একে কর্মসংস্থান গুলি একাধিক পদে কর্মী নিয়োগ করছে।

এবার রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল। প্রাথমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে এগিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় ১৬ হাজারেরও বেশি শব্দ তাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন।

- Advertisement -

আরও পড়ুন-Cyclone Jawad: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, তৎপর বারুইপুর প্রশাসন

ইতিমধ্যে প্রাইমারি পরীক্ষা অনুযায়ী প্রায় ৫০০ জনের নামের তালিকা প্রকাশ করেছে পরিষদ। আরে এই ৫০০ জনের প্রকাশিত তালিকা থেকে প্রথম ধাপের নিয়োগ করা হবে শিক্ষকদের। এর পরের ধাপে প্রায় ৮০০জন সকল প্রার্থীকে দ্বিতীয় ধাপে নিয়োগ করবে পরিষদ। সব মিলিয়ে প্রায় ১২০০ জন শিক্ষক নিয়োগ করা হবে।

টেট পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানান জটিলতা। হবু শিক্ষকদের পক্ষ থেকে একাধিক বিক্ষোভ সমাবেশ আয়োজন করাও হয়েছে। চাকরিপ্রার্থীদের অনেকেরই দাবি, নিয়োগের প্রক্রিয়া সময় সীমা পেরিয়ে যাচ্ছে। যদিও এই পরিস্থিতিতে ফের নিয়োগ শুরু হওয়ায় খুশি চাকরিপ্রার্থীরা।