‘শুভেন্দু টাকা নিয়েছিল, আমার কাছে সেই তথ্য প্রমাণ আছে’

বিস্ফোরক কাঁথির তৃণমূল নেতা

0
133

কাঁথি: ‘‘চাকরি দেওয়ার নাম করে শুভেন্দু অধিকারী কোটি কোটি টাকা তুলেছে৷ আমরা কাছে সেই তথ্য প্রমাণ আছে৷’’ বিস্ফোরক দাবি, পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েনের৷ শুধু এখানেই থেমে থাকেননি প্রদীপ৷ তাঁর দাবি, ‘‘সিবিআই ও ইডি যদি মনে করে আমাকে ডাকুক৷ শুভেন্দু অধিকারী যে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, আমার কাছে সেই তথ্য প্রমাণ আছে৷ যদি প্রয়োজন মনে হয় শুভেন্দু অধিকারী ও আমাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক৷ সব তথ্য সিবিআই, ইডির হাতে তুলে দেবো৷”

বস্তুত, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ঘিরে তোলপাড়় রাজ্য৷ গরাদে দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়দের। এমন আবহে রবিবার সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতা শুভেন্জু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে এনেছিলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ৷ ৫৫ জনের নামের তালিকা প্রকাশ করে কুণালের বিস্ফোরক দাবি ছিল, ‘‘১৫০ জনকে চাকরি দিয়েছিলেন শুভেন্দু। তাঁর কথায়, নির্দেশে এবং ব্যবস্থাপনায় ১৫০ জনকে চাকরি দেওয়া হয়েছে। তার মধ্যে ৫৫ জনের চাকরি চলে গিয়েছে। আদালতের রায়ে যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে ৫৫ জন শুভেন্দুর এই ১৫০ জনের তালিকায় রয়েছেন।’’ অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করে হেফাজতে নেওয়ার দাবিও জানিয়েছিলেন কুণাল৷

- Advertisement -

তারপরই এমন বিস্ফোরক দাবি সামনে এনেছেন তৃণমূলের কাঁথির দাপুটে নেতা প্রদীপ৷ তিনি বলেন, ‘‘শুভেন্দু যে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছে, সেই তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে৷ আমি গত বিধানসভা নির্বাচনের সময় থেকেই এই বিষয়ে বলছি৷ সব রকমের তথ্য প্রশাসনের দফতরে জমাও দিয়েছিলাম৷ ওর জন্য বহু ছেলেমেয়ে পথে বসল৷ তাই ওকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি৷’’ এই বিষয়ে শুভেন্দুর অবশ্য কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি৷ তবে শুভেন্দু অনুগামীদের দাবি, ‘‘প্রচারের আলোয় আসার জন্যই কুৎসা করা হচ্ছে৷ মানুষ সব বোঝে৷ পঞ্চায়েতে এর যোগ্য জবাব দেবে৷’’

আরও পড়ুন: অধিকারী ঘনিষ্ঠ বাবা-ছেলেকে নিয়ে তোলপাড় কাঁথির রাজনীতি