‘বাংলা থেকে ক্রমশ ‘পিসিমণি স্টিকার’ সরতেই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর

0
48

নদিয়া: রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম জড়ানোর পর থেকেই উত্তাল গোটা বাংলা সহ রাজনৈতিক মহল। বিরোধী দলগুলি কড়া ভাষায় আক্রমণ করে চলেছে। এ নিয়ে একবার ফের মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, কেন এই দুর্নীতিকাণ্ডে চুপ রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কলকাতায় এবার Fire Fuchka, এক ঠিকানাতেই মিলবে ৩৬ রকমের ফুচকা

- Advertisement -

শনিবার নদিয়ার ধুবুলিয়ার একটি জনসভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানেই বক্তৃতা রাখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দেওয়ার শর্তে তাঁকে দলে আনা হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে এই ঘটনায় সম্পূর্ণভাবে যুক্ত। সেই কারণেই চাকরির ডেটাবেস দিতে ভয় পাচ্ছে সরকার। কীভাবে বিজেপিকে আটকানো যায় তার উপায় খোঁজা এবং তোলাবাজি ছাড়া আর কোনও কাজই সরকার করছে না।

কেন্দ্রীয় প্রকল্পগুলিকে বাংলায় রাজ্য সরকারের নামে চালানো হচ্ছে। এ নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিন সভায় দাঁড়িয়ে তিনি বলেন, ধীরে ধীরে পিসিমণি স্টিকার উঠে যাচ্ছে। ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’ থেকে স্টিকার উঠে এখন আবার ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ হয়েছে। এইভাবেই সব জায়গায় কেন্দ্রের নাম আসবে বলেও চ্যালেঞ্জ করেন শুভেন্দু।

আরও পড়ুন: Shamshera নয়, ‘বল্লি’ চরিত্রে প্রথম সিলেক্ট হয়েছিলেন Ranbir Kapoor

এছাড়াও, শুভেন্দু বলেন, ‘যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হয়েছেন ১৪৪ ধারা উঠে গেলে সেই সব জায়গায় আমি যাব। প্রয়োজন হলে বিভিন্ন বিরোধী দলনেতা হিসেবে যে মাসিক বেতন পাই তা তুলে দেব সনাতন ধর্মের মানুষের কাছে। সেই টাকা দিয়েই জায়গায় জায়গায় লাগানো হবে সিসিটিভি। যাতে অপরাধীদের সহজেই ধরা যায়।’