আজকের ময়দানের খাস খবর (২৪ জানুয়ারি, ২০২৩)

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

0
30
PSG's Kylian Mbappe became the best player of the French ligue for the third time, scored 25 goals this season

পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক হারুন রশিদ

প্রাক্তন ক্রিকেটার হারুন রশিদকে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে পিসিবি বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে পাকিস্তান ব্যাটার হারুন রশিদকে নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচক কমিটির বাকি সদস্যদের নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

- Advertisement -

আরও পড়ুন:

শাশুড়ির অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে ধর্ষণ করেছিলেন আলভেস?

ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেস ধর্ষণের অভিযোগে কারাগারে রয়েছেন। গেল বছরের ডিসেম্বরে শাশুড়ির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তিনি মেক্সিকো থেকে স্পেনের বার্সেলোনায় যান। সেখানে অবস্থানকালে একটি নাইট ক্লাবে গিয়ে ২৩ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে।

চ্যাম্পিয়ন হওয়ার সময়ে দাদিকে স্মরণ করেছিলেন মেসি

কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেছে এক মাসেরও বেশি সময় আগে। তবে রেশ এখনও রয়ে গেছে। ভক্তদের মন এখনও উদ্বেলিত হচ্ছে। কারণ, দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর মুহূর্ত হয়তো দ্রুত ভুলে যাওয়াটা অন্যায়। সেদিন চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তে সেরা তারকা লিওনেল মেসি কী বলে উঠেছিলেন? সে কথারই বিশ্লেষণ হয়েছে এবার। তিনি সেই সময় দাদিকে স্মরণ করেছিলেন।

পাঁচটি দেশের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জিদান

একটি নয়, দুটি নয়, পাঁচ পাঁচটি দেশের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জিনেদিন জিদান। ব্রাজিল ও পর্তুগাল ফুটবল ফেডারেশন অনেক চেষ্টা চালিয়েও মন গলাতে পারেনি ফরাসি কিংবদন্তির। আপাতত জাতীয় দল নয়, ক্লাবেই কোচিং করাতে চান তিনি। গুঞ্জন আছে, য়্যুভেন্তাসের কোচ হতে আগ্রহী জিদান।

ইতিহাস গড়লেন এমবাপ্পে

বিশ্বকাপের পরে এবার ক্লাবের খেলায় ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিকসহ করলেন ৫ গোল। তাতে পরপর দুই মাসে দুটি হ্যাটট্রিক পূরণ হলো তরুণ এই ফুটবলারের। আর এক ম্যাচে পাঁচ গোল করে গড়েন নতুন ইতিহাস। এর আগে কাতার বিশ্বকাপের ফাইনাল খেলায় আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেন এমবাপ্পে।

সাতসকালে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

টিকে থাকার লড়াইয়ে জয় দরকার ছিল আর্জেন্টিনার। এমন লক্ষ্য নিয়ে দক্ষিণ আমেরিকার দলটি যখন মাঠে নামে, তখন ভারতীয় ভোরের সূর্য উঁকি দেয়ার চেষ্টা করছিল। আর তখনই ভারতের আর্জেন্টাইন ভক্তদের জন্য দুঃসংবাদ ভেসে আসে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তারা হেরেছে ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে। তাতে কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে পয়েন্ট শূন্য রইল আর্জেন্টিনা।

আর্জেন্টাইন বিস্ময়বালককে দলে ভেড়াল ম্যানসিটি

গত বছর রিভার প্লেট থেকে হুলিয়েন আলভারেজকে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। এবার আরেক আর্জেন্টাইন বিস্ময়বালককে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার ২০ বছর বয়সী মিডফিল্ডার ম্যাক্সিমো প্যারোন ভ্যালে সার্সফিল্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের দলটি। পাঁচ বছরের চুক্তিতে এই মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে পেপ গার্দিওলার দল। কলম্বিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব -২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের পর তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত

ইন্দোরে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত ৯০ রানে হারাল নিউজিল্যান্ডকে। ভারতের ৩৮৫ রানের জবাবে নিউজিল্যান্ড করে ২৯৫। ভারতের হয়ে দুটি শত রান করেন রোহিত শর্মা ও গিল। সিরিজ ভারত জিতল ৩-০ তে।