স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন চালুর দাবিতে ছাত্রছাত্রীরা

0
152

আলিপুরদুয়ার: এই মাসেই বন্ধ করা হয়েছে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন। তাঁর বিরোধিতাতেই সোচ্চার হলেন অভিভাবকসহ স্কুলের পড়ুয়ারাও। প্রাইভেট টিউশন পড়ানো বন্ধ নিয়ে চারিদিকে আন্দোলন উঠলেও তার মাঝখানেই অন্য দৃষ্টান্ত রাখল আলিপুরদুয়ারের ফালাকাটা জটেশ্বরের স্কুলের ছাত্র ছাত্রীরা।

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের ঘোষণা হওয়ার পরই চিন্তায় পড়েছেন অভিভাবকরা। বিজ্ঞপ্তি মেনেই শিক্ষকরা বন্ধ করেছেন টিউশন পড়ানো। ফলে পড়ুয়ারা এই নিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছে। অভিযোগ উঠছে প্রাইভেট টিউশনের জন্য শিক্ষক খুঁজে পাচ্ছে না স্কুলের ছাত্রছাত্রীরা। এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নও উঠছে।

- Advertisement -

এই সমস্যার সুরাহা পেতেই বিদ্রোহের পথ বেছে নিল পড়ুয়ারা। স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার বিজ্ঞপ্তি তুলে নেওয়ার দাবিতেই পথে নামল অভিভাবকসহ ছাত্রছাত্রীরা। আলিপুরদুয়ার জেলার জটেশ্বর হাইস্কুলের পড়ুয়ারা ফালাকাটা-মাদারিহাট ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চালায়।

জটেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামলকান্তি রায় এই ঘটনা প্রসঙ্গে জানান, তিনি বিক্ষোভের দিন ব্যক্তিগত কাজে বাইরে ছিলেন। তবে বিক্ষোভে স্কুল থেকে কোনও ছাত্র-ছাত্রী সামিল ছিল না। যারা এদিন রাস্তা অবরোধ করে তারা বিদ্যালয়ে অনুপস্থিত ছিল।