নয়াদিল্লি: দেশের অর্থনীতি ঠিক যাচ্ছে না, তাই এই মুহুর্তে বিয়ে করার সময় নেই। এমনই জানালেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। তাতে কি। কমপক্ষে এক ডজন বিয়ের প্রস্তাব এসেছে তাঁর সোশ্যাল মিডিয়ায়। এমনই বিস্ফোরক তথ্য দিলেন রাঘবের সোশ্যাল মিডিয়া টিম।
শনিবার দিল্লি নির্বাচনের প্রচারে এসে এইসব কথাই তুলে ধরলেন আপ প্রার্থী। চার্টার্ড অ্যাকাউন্ট্যানেন্ট রাজনীতিবিদ, ৩৯ বয়সী রাঘব, রাজিন্দর নগর থেকে লড়ছেন। এরই মধ্যে একাধিক রোড শো এবং জনসভা করেছেন তিনি। তাঁর প্রচারের ঝলকগুলি নিয়মিত তাঁর ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়। তারপরই তাঁর মহিলা অনুগামীদের মন্তব্যে ভরছে সোশ্যাল মিডিয়া। আর তাতেই বিব্রত হয়ে পড়েছেন রাঘব।
তাঁর সোশ্যাল মিডিয়া টিম জানাচ্ছে, “তিনি যখন সম্প্রতি একটি সভার জন্য একটি স্কুলে গিয়েছিলেন, তখন একজন শিক্ষক বলেছিলেন, আমার যদি কন্যা থাকে, তবে আমি তার সাথে তোমার বিয়ে করতাম।”
মঙ্গলবার, আপ নেতার ইনস্টাগ্রাম ফিডে একটি প্রতিবেদন শেয়ার করে জানিয়েছেন যে তিনি বিয়ের প্রস্তাব দিয়ে প্লাবিত হয়েছেন।
সেই পোস্টের উত্তরে এক মহিলা লেখেন, “দয়া করে বিয়ে করবেন না … আমার মন খারাপ হয়ে যাবে।” টুইটারে অপর মহিলা মিঃ চাড্ডাকে নিয়ে একটি গল্প ভাগ করে লিখেছেন: “প্রায় সর্বাধিক যোগ্য ব্যাচেলর।”