ভোট গণনা ঘিরে কড়া নিরাপত্তা বাঁকুড়ায়

0
184

বাঁকুড়া: রাত পোহালেই রাজ্যের ২৯২টি আসনে ভোট গণনা। এর মধ্যে বাঁকুড়ার ১২টি কেন্দ্রও রয়েছে। করোনা বিধি মেনে বাঁকুড়ার এই ১২ কেন্দ্রে ভোট গণনা হবে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে রাজনৈতিক দলগুলি।

এবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয় গণনা কেন্দ্রে শালতোড়া, ছাতনা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর এবং কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী ও খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় গণনা কেন্দ্রে তালডাংরা, রাইপুর এবং রানীবাঁধ বিধানসভা কেন্দ্রের গণনা হবে।

- Advertisement -

বাঁকুড়া বিশ্ববিদ্যালয় গণনা কেন্দ্রে শালতোড়া, ছাতনা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা এই পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে ১২ রাউন্ড করে, বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিংয়ে বিষ্ণুপুর, ইন্দাস, সোনামুখী ১২ রাউন্ড ও কোতুলপুর ১৩ রাউন্ড এবং খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় গণণা কেন্দ্রে তালডাংরা, রাইপুর ১৩ ও রানীবাঁধ ১৪ রাউন্ডে গণণা হবে।

একই সঙ্গে জেলার তিনটি গণনা কেন্দ্রে ১ হাজার ৮৮০ জন ভোট কর্মী গণনার কাজে ও নিরাপত্তার দায়িত্বে ১ হাজার ১৩৫ জন রাজ্য পুলিশ ও সিআরপিএফ কর্মী নিযুক্ত থাকবেন বলে জানা গিয়েছে।