সোমবার ‘অগ্নিপথ’ ইস্যুতে বিক্ষোভ দেখলেই কড়া ব্যবস্থা নেবে শিলিগুড়ির পুলিশ

0
32

শিলিগুড়ি : আগামীকাল ভারত বনধের ডাক দিয়েছে একাধিক সংগঠন। তবে পশ্চিমবঙ্গ সরকার বনধকে সমর্থন জানাচ্ছে না বলেই জানানো হয়েছে। কিন্তু তাও রাজ্যে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিক্ষোভের জন্য করা নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বহু জায়গায়। সোমবার বিক্ষোভ এড়াতে প্রস্তুত হচ্ছে শিলিগুড়িও।

শিলিগুড়িতে কড়া নিরাপত্তা থাকবে আগামীকাল। কোথাও যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায় তবে সঙ্গে সঙ্গে কড়া কড়া ব্যবস্থা নেওয়া হবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এই শহরের বেশ কয়েকটি জায়গাতে সোমবার সকাল থেকেই থাকবে নাকা চেকিং। এদিন যাতে বাইরে থেকে কোনও বনধ সমর্থনকারী ঢুকে বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে সেদিকে কড়া দৃষ্টি রাখা হবে স্থানীয় প্রশাসনের তরফ থেকে।

- Advertisement -

আগামীকালের বনধ নিয়ে কেউ কোনও মন্তব্য না করতে চাইলেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে শিলিগুড়িতে কোনও অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। মেয়র বাইরে থাকায় ডেপুটি মেয়র রঞ্জন সরকার নির্দেশ দিয়েছেন এখানে যাতে বনধের কোনও প্রভাব না পড়ে। শিলিগুড়িতে সিপিআইএম এবং কংগ্রেস এই ভারত বনধের বিরোধিতা করছে বলেও জানা গিয়েছে। শহরে যদি কোনও রকমের বিক্ষোভ দেখতে পাওয়া যায় তবে অপরাধীকে চরম শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।