ঘুরিয়ে নাক দেখালেন শত্রুঘ্ন! বাক স্বাধীনতার কথা বলে প্রশাসক মমতার পাশে বিহারি বাবু

0
42
the kerala story

খাসডেস্কঃ দ্য কেরালা স্টোরি (The Kerala Story) নিয়ে মুখ খুলেছেন শিল্পী শুভাপ্রসন্ন। শাসক ঘনিষ্ঠ শিল্পীকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে কথা বলতে। না দেখেই দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী। শিল্পীর কণ্ঠে সরকার বিরোধী সুর উঠতেই তাকে থামানোর চেষ্টা করেছিলেন কুণাল। কিন্তু শেষপর্যন্ত কাজ হয়নি।  “হাতে চুড়ি পরে বসে নেই।“ সাফ জানিয়ে দিয়েছেন শুভাপ্রসন্ন। এবার দ্য কেরালা স্টোরি নিয়ে মুখ খুললেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

আরও পড়ুন :নখ আছে ধার নেই! বাংলা-ওড়িশার বুকে প্রভাবহীন, তা সত্ত্বেও মোকা মোকাবিলায় প্রস্তুত দিঘা

- Advertisement -

তিনিও একজন শিল্পী। একজন স্বনামধন্য অভিনেতা। বরাবর বাক স্বাধীনতার কথা বলে এসেছেন। দ্য কেরালা স্টোরি নিয়ে কী বললেন সেই বিহারীবাবু। শিল্পীর কথায়, “আমি বাক্‌স্বাধীনতায় বিশ্বাসী।আমার মনেপ্রাণে বিশ্বাস যে প্রতিটি মানুষের বাক্‌স্বাধীনতা রয়েছে। তবে, যদি কোনও ছবি রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত করে, তা হলে প্রশাসকেরও সেই ছবির স্বাধীনতা খর্ব করার অধিকার রয়েছে।“

আরও পড়ুন :কাড়ি কাড়ি টাকা, ত্রিপুরা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার ৯০ লাখ

পাশাপাশি পরিচালকের উদ্দেশে তাঁর বক্তব্য, “স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি (The Kerala Story) বানানো যেতেই পারে। সে ক্ষেত্রে নির্মাণের ক্ষেত্রে আর একটু যত্নশীল হতে হবে। কিন্তু যে সময় তৈরি করা হল তাতে খানিকটা সন্দেহের অবকাশ রয়েছে। আমার মনে হয় আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই বনানো।“ এককথায় তাঁর বক্তব্য থেকে পরিষ্কার একধারে যেমন তিনি বাক স্বাধীনতার কথা বললেন, ঘুরিয়ে নাক দেখিয়ে প্রশাসক মমতার সিদ্ধান্তকে সমর্থন জানালেন অন্যদিকে ছবিটির মধ্যে রাজনীতির রঙও খুঁজে পেলেন। অর্থাৎ শিল্পী সত্তার উর্ধ্বে উঠে প্রশাসক মমতার পাশে দাঁড়ালেন আসানসোলের সাংসদ।