পাপের প্রায়শ্চিত্ত করতে বিজেপিতে এসেছি : সব্যসাচী দত্ত

0
550

পলাশ নস্কর, নিউটাউন(বিধাননগর): এতদিন পাপ করেছি এখন প্রায়শ্চিত্ত করতে এসেছি। নিউটাউনের এক সভামঞ্চ থেকে বিজেপি নেতা সব্যসাচী দত্ত এভাবেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন। তৃণমূল ছেঁড়ে এবার তিনি বিজেপিতে যোগদান করেছেন পুণ্য লাভের আশায়। হয়ত আর কিছু দিন থাকলে ‘পাপের ঘড়া’ সম্পূর্ণ ভরতি হয়ে যেত এমনটাই মনে করেন বিজেপি নেতা।

 

- Advertisement -

বিজেপির নিউটাউন মন্ডল ৩-এর উদ্যোগে বৃহস্পতিবার গৌরাঙ্গনগরে ‘আর নয় অন্যায়’ কর্মসূচির সভার আয়োজন করা হয়। এদিন আর নয় অন্যায় সভামঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশকিছু কর্মী বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি নিউটাউন মন্ডল ৩-এর গৌরাঙ্গনগরে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল ও সব্যসাচী দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির কলকাতা উত্তর শহরতলীর সভাপতি কিশোর কর সহ জেলা বিজেপি নেতৃত্ব।

 

এই সভা মঞ্চ থেকে বিজেপি নেতা সব্যসাচী দত্ত বলেন,” আজকে এই পার্টি অফিস অনেক কষ্ট করে বানানো হয়েছে। যারা এই অঞ্চলে থাকেন তাঁরা জানেন এখানে তৃণমূলের চোখ রাঙানো নয়, রাতের অন্ধকারে কি হয়। বিগত দিনে সিপিআইএম করত আর এখন তৃণমূল করছে। আমি সেই দলেরই একজন সদস্য ছিলাম। পাপ করেছি এখন প্রায়শ্চিত্ত করতে এসেছি”।

তিনি আরও বলেন, ”অজয় দা (নিউটাউন তিন নম্বর মন্ডল সভাপতি অজয় মন্ডল) অনেক দুঃখের সঙ্গে বলছিল পঞ্চায়েতে কি হয়েছে। হ্যাঁ আমরা লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। তৃণমূল যেভাবে পঞ্চায়েত লুট করেছিল। সেই লুটের ফল আজকে এখানে জন সমাগম। পঞ্চায়েত লুট হয়েছিল বলেই আজকে আপনারা এখানে জমায়েত হয়েছেন।

এদিন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল বলেন,”একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই সাড়ে তিনমাস পাখির চোখ করে এগোতে হবে। আমাদের নিজেদের মধ্যে অনেক মনোমালিন্য থাকতে পারে। মতবিরোধ থাকতে পারে কিন্তু সেটা সব মে মাসের পরে আমরা সলভ করব। তার আগে একটাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেককে এই সরকার থেকে সরাতে হবে”।