Tea Garden: চা-বাগানে রেড স্পাইডার, বিপুল ক্ষতির আশঙ্কা

অবিলম্বে বৃষ্টি না হলে চা গাছ বাঁচিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

0
30
tea garden red spider

জলপাইগুড়িঃ বৃষ্টি নেই, চড়ছে পারদ। গাঙ্গেয় সমতলে তীব্র তাপদহে মরু পরিবেশের অনুভূতি। এই পরিস্থিতিতে চা বাগানে (Tea Garden) রেড স্পাইডারের হানা। মাথায় হাত ক্ষুদ্র চা চাষি থেকে বাগান মালিকের।

আরও পড়ুন:অভিনব বললেও কম, ক্ষোভের কথা জানাতে গর্তের মধ্যেই শুয়ে পড়লেন বিজেপি নেতা, সেখান থেকেই কথা সাংবাদিকদের সঙ্গে

- Advertisement -

বিগত কয়েকবছরের পরিসংখ্যান বলছে দেশের মোট উৎপাদিত চায়ের অর্ধেকের বেশি হয়ে থাকে এই ক্ষুদ্র চা চাষিদের হাতে। তথ্য অনুসারে উত্তরবঙ্গের মোট উৎপাদিত চা এর ৬৫ শতাংশ  উৎপাদন করেন ক্ষুদ্র চা চাষিরা। অন্যদিকে দেশের মোট উৎপাদিত চা এর ক্ষেত্রে এই পরিসংখ্যানটা ৫২ শতাংশ । জানা  গিয়েছে চা চাষের জন্য ২৮ – ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা বর্তমানে ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বৃষ্টি নেই, তাই সেচের মাধ্যমে বাগানে জল দেওয়ার কাজ চলছে। তাপমাত্রা বৃদ্ধি ও অনাবৃষ্টির কারণে প্রতিটি বাগানে গ্রীন ফ্লাই, রেড স্পাইডার , লুপার সহ একাধিক পোকার আক্রমন শুরু হয়েছে।

আরও পড়ুন:Weather Update: আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা, তীব্র তাপদাহ থেকে সাময়িক মুক্তি রাজ্যবাসীর

অবিলম্বে বৃষ্টি না হলে চা গাছ (Tea Garden) বাঁচিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মনে করছেন  চা চাষিরা।  ডুয়ার্স ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জয় বাগচী বলেন দার্জিলিং পাহাড় থেকে শুরু করে একেবারে শঙ্কোষ নদী পর্যন্ত সর্বত্র একই পরিস্থিতি। তাপমাত্রার ব্যাপক তারতম্য।  দ্রুত বৃষ্টি না হলে বড় ধরণের আর্থিক সমস্যায় পড়তে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সকলে।