Weather Update: আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা, তীব্র তাপদাহ থেকে সাময়িক মুক্তি রাজ্যবাসীর

0
67
heat wave

কলকাতাঃ  আপাতত অব্যাহত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ (Heat Wave)। চলবে আগামীকাল পর্যন্ত। জানালেন আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন :চাকরি দেওয়ার নামে টাকা, প্রার্থীদের নামে ভুয়ো লোণ, অফিস খোলার মাত্র ২ মাসের মাথায় গ্রেফতার ১৮

- Advertisement -

আগামীকাল থেকে হালকা বৃষ্টির সম্ভবনা থাকছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণার কয়েকটি জেলায়। চলতি মাসের ২৩ ও ২৪ এ দক্ষিণের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। ২২ তারিখ বেলা তিনটে পর্যন্ত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ একাধিক জেলায় বহাল থাকবে সাধারণ তাপপ্রবাহ। আজ বৃহস্পতিবার কলকাতায় বেলা আড়াইটা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। দমদম ও সল্টলেকে  ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন :রাস্তার মাঝে খুবলে উঠেছে পিচ, ধসের রেখা স্পষ্ট, ঝুঁকি নিয়ে সল্টলেকমুখী উড়ালপুল দিয়ে ছুটে চলেছে একের পর এক গাড়ি

আরও পড়ুন :Cow Smuggling: “গরুপাচারের সঙ্গে জড়িত রাজ্য পুলিশের একাংশ”, স্বীকারোক্তি খোদ মন্ত্রীর গলায়

২৩ ও ২৪ তারিখ কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। উত্তরের সব জেলাতেই আপাতত রোজ বৃষ্টির সম্ভবনা রয়েছে। ২২ থেকে ২৪ পর্যন্ত উত্তরের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়বে। প্রসঙ্গত গত ১০ বছরের মধ্যে এপ্রিলে এরকম গরম (Heat Wave) দেখেনি বাংলা। ১৫ এপ্রিল এবছর তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর। ২০১৬ সালের ১৫ এপ্রিল কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর ছুঁয়েছিল। জলীয় বাষ্প ঢুকতে থাকায় ধীরে ধীরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিছুটা হলেও আকাশ মাঝেমধ্যে মেঘলা হতে শুরু করেছে।