রাজ্যের অসহযোগিতায় থমকে রেলের আন্ডারপাস, দুর্ভোগে বাসিন্দারা

0
19

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়েই চলছে রেল লাইন পারাপার। তা সত্ত্বেও তৈরি হচ্ছে না আন্ডারপাস। রেল দফতরের অনুমোদন আছে, কিন্তু জেলা প্রশাসনের অনুমোদন না মেলায় বাঁকুড়া শহরের কেঠ্যারডাঙ্গা আণ্ডারপাস তৈরির কাজ শুরু করা যাচ্ছেনা।

আরও পড়ুন: Cyclone : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিতরাং’, বাংলার উপকূলে জারি কড়া সতর্কতা

- Advertisement -

স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, ‘এলাকার মানুষের সমস্যার কথা ভেবে রেল দফতর শহরের কেঠ্যারডাঙ্গা আণ্ডারপাস তৈরির অনুমতি দিয়েছে। কিন্তু এই কাজ শুরুর আগে জেলা প্রশাসনের অনুমোদন প্রয়োজন। এবিষয়ে জেলাশাসকের কাছে লিখিত আবেদন জানালেও অনুমতি মিলছেনা বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীনিকে চরম হেনস্থা, কাঠগড়ায় পুলিশ

বাঁকুড়া কৈঠ্যারডাঙ্গা রেলগেট দিয়ে ১৯ ও ২৩ নম্বর ওয়ার্ডের কয়েক হাজার মানুষ নানান প্রয়োজনে প্রতিদিন শহরের মূল কেন্দ্রে আসেন। এছাড়াও বাঁকুড়া-ঝাড়গ্রাম, বাঁকুড়া- বিষ্ণুপুর এই দুই রাজ্য সড়ক দিয়ে বাইক বা অন্যান্য ছোটো গাড়িতে আসা মানুষজন অল্প সময়েই এই রাস্তা দিয়ে শহরে পৌঁছান। কিন্তু কেঠ্যারডাঙ্গা রেল গেটে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়। আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়েও ওই রেল গেট পার হচ্ছেন। ফলে দূর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।এই অবস্থায় মানুষের দাবি মেনে রেল দফতর আণ্ডারপাস তৈরির সিদ্ধান্ত নেয়। কারণ এই আণ্ডারপাস তৈরি হলে মানুষের দূর্ভোগ কমবে। কিন্তু তারপরেও জেলা প্রশাসন অনুমোদন দেয়নি।

এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর আজিজুল রহমানও। তিনি বলেন, ‘মানুষ প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েন। বিষয়টি নিয়ে তারা জেলাশাসকের কাছেও আবেদন জানিয়েছেন। খুব শীঘ্রই অনুমতি মেলার পর কাজ শুরু হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।’