Cyclone : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিতরাং’, বাংলার উপকূলে জারি কড়া সতর্কতা

0
473

কলকাতা: যত দিন যাচ্ছে ততই আবহাওয়ার খামখেয়ালিপনা বেড়েই চলছে। কোনও ঋতুতেই বৃষ্টি বাদ যাচ্ছে না। এমনকি আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়ও। বাড়ছে গরম তাতেই সম্ভাবনা রয়েছে নতুন ঘূর্ণিঝড় (Cyclone) তৈরির। সেই আশঙ্কাই পূর্বাভাস দেওয়া হল আবহাওয়া দফরের পক্ষ থেকে। ফনি, ইয়াস, আমফানের মত ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখেছে বাংলা। এবার আরও এক ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ:  https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ:  https://www.facebook.com/khaskhobor2020

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ইন্দোনেশিয়ার বান্গা আচেহ-র কাছে ভারত মহাসাগর এবং মালাক্কা প্রণালীর কাছে মার্চের তৃতীয় সপ্তাহ নাগাদ সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় (Cyclone) তৈরির। জানানো হয়েছে প্রথমে শক্তি সঞ্চয় করে নিম্নচাপ তৈরি হওয়ার পর সেটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ের। এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হতে পারে পরবর্তীকালে আন্দামান সাগর পেরিয়ে বঙ্গোপসাগরের ওপরে দিয়ে যাওয়ার সময়। তারপরে শক্তি সঞ্চয় করা হলে ওড়িশা, পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ উপকূলে হানতে পারে আঘাত। এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে আবহাওয়া দফতরের বিভিন্ন মহল থেকে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হতে পারে ‘সিতরাং’ (Sitrang)। এই নয়া ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার কথা প্রকাশ্যে আসতেই অনেকেই মনে পড়েছে আমফানের স্মৃতি।

আরও পড়ুন- Hizbul Terrorist: কাশ্মীরে ধ্বংস সরপঞ্চ হত্যায় জড়িত হিজবুল মডিউল, গ্রেফতার তিন জঙ্গি

২৩ মার্চের পর যে কোনও দিন এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলেই মিলেছে পূর্বাভাস। বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুযায়ী ঘন্টায় ১৫০ কিমি হতে পারে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ। যদিও সবটাই অনুমান করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। আবহাওয়ার বিভিন্ন মডেলর অনুমান অনুসারেই এই কথা জানানো হয়েছে। তবে ঘূর্ণিঝড় উতপত্তি হওয়ার জন্য যে তাপমাত্রা দরকার তা এখনও তৈরি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।