Khardaha Byelection: শোভনদেবকে সামনে রেখেই আজ থেকে ভোট প্রচারের ইনিংসে খড়দহে অভিষেক

আগামী ৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটায় নির্বাচন রয়েছে। খড়দহ কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

0
32

উত্তর ২৪ পরগণা: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তার পরেই ফের রাজ্যের চার কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। তৃণমূলের লক্ষ্য বিজেপিকে ৪-০ গোল দেওয়া। সেই পথকেই প্রসস্ত করতে পূর্ব সূচী অনুযায়ী আজ খড়দহ বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

চার কেন্দ্রেরই প্রচারের ঝড় তুলবেন অভিষেক। শুরুটা হচ্ছে খরদহ দিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার ঘিরে সকাল থেকেই সভাস্থলে জোরকদমে চলছে প্রস্তুতির কাজ। সভাস্থল থেকে শুরু করে সভাস্থলের এলাকার চারিদিকে নিরাপত্তার বেস্টনিতে মুরে ফেলা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে কোভিড বিধির কথা মাথায় রেখে সভাস্থল প্রস্তুত করা হয়েছে। খড়দহ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক
এমনটাই জানিয়েছেন।

- Advertisement -

আরও পড়ুন- Rail accident: হুঁশ ফিরছে না কিছুতেই, ফের অসাবধানতার বলি দুই

আগামী ৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটায় নির্বাচন রয়েছে। খড়দহ কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। যিনি গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে লড়াই করেছিলেন। এবং বিরাট মার্জিনে জিতেছিলেন। যদিও তিনি সেই জেতা আসন ছেড়ে দিয়েছিলেন যে কারণে তিনি আবারও উপ নির্বাচনে লড়াই করছেন। তবে খরদহে জয় নিয়ে আশাবাদী তিনি। এই কেন্দ্রেও বিরোধীকে মাত দিয়ে অনেক সংখ্যক ভোটে জিতবেন বলেই আত্মবিশ্বাসী তিনি। এবার আগামী ২ নভেম্বর প্রকাশিত হবে ফলাফল।