জেরক্স দোকানের আড়ালে চলছিল জাল নোট ছাপানোর কাজ, হানা দিল CID

0
207

শান্তিনিকেতন: দেখতে হুবহু আসল ১০০ টাকার নোটের মতো। সাদা চোখে এই নোটকে জাল বলে ধরা দুরূহ। কিন্তু জেরক্স দোকানের আড়ালে এভাবেই চলছিল জাল নোটের কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে, বীরভূমের শান্তিনিকেতনের শ্যামবাটি থেকে জাল নোট চক্রের হদিশ পেল সিআইডি।

অভিযোগ স্থানীয় এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে জাল নোট ছাপ ছিল তার দোকানে। বুধবার রাতে সিআইডির একটি বিশেষ টিম হানা দেয় ওই দোকানে । হানা দিয়ে সেখান থেকে একটি জেরক্স মেশিন ও কিছু সাদা কাগজ উদ্ধার হয় । পাশাপাশি উদ্ধার হয় প্রচুর ১০০ টাকার জাল নোট। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে দোকানের মালিক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা।

- Advertisement -

ঝাড়খণ্ড রাজ্য লাগোয়া জেলা বীরভূম৷ স্বাভাবিকভাবেই জালনোট পাচার চক্রের সঙ্গে সীমান্তের পাচার চক্রের কোনও যোগসাজশ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ সিআইডির এক কর্তা বলেন, ‘‘অভিযুক্তকে গ্রেফতার করা জরুরি৷ তার খোঁজে তল্লাশি চলছে৷ অভিযুক্তকে গ্রেফতার করতে পারলেই চক্রের বাকিদের খোঁজ মিলবে৷’’

ঘটনায় রাজনৈতিক কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ সূত্রের খবর, সংশ্লিষ্ট দোকানে জেরক্সের আড়ালে দীর্ঘদিন ধরেই চলছিল জাল নোট কারখানার কাজ৷ কিন্তু সেখান থেকে জাল নোট কোথায় সরবরাহ করা হত, তা নিয়েই ধন্দে রয়েছেন গোয়েন্দারা৷