“পুলিশ না থাকলে ওদের পিঠের চামড়া পর্যন্ত থাকতো না”, ফের হুমকি আরাবুলের

0
45
arabul islam

ভাঙড়: “পুলিশ না থাকলে পিঠের চামড়া থাকতো না”, ফের হুমকি ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের (arabul islam)। নওশাদ সিদ্দিকি সহ আইএসএফ কর্মী সমর্থকদেরকে হুমকি।

আরও পড়ুন :Horoscope Today: সপ্তাহের শুরুতে দূর হবে আর্থিক বাধা, রইল বিস্তারিত

- Advertisement -

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ভোট ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসকদল। বুথে বুথে নিজেদের সাংগঠনিক শক্তিকে আরও বৃদ্ধি করার লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকাগুলিতে চলছে কর্মীসভা। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় বিধানসভার ভোগালী দু’নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে রাজনৈতিক একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় । এই কর্মী সম্মেলনের মঞ্চ উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

আরও পড়ুন :শৌচালয়ের পাশ থেকে তুলে নিয়ে গিয়ে মুখে গামছা চাপা দিয়ে পুকুর পারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলাম স্বভাবসিদ্ধ ভাষায় বলেন , “পুলিশ না থাকলে ওদের পিঠের চামড়া থাকতো না।“  আইএসএফ চ্যেয়ারম্যান নওশাদ সিদ্দিকি সহ দলীয় কর্মীদের উদ্দেশ্য এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা আরাবুল। তিনি আরও বলেন, “ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি বারবার দাবি করেন যে পুলিশ না থাকলে ভাঙড়ে  তিনি অনেক কিছু করে নেবেন । আমরাও বলছি, পুলিশ না থাকলে ভাঙড়ে চেটা পর্যন্ত থাকবে না। পুলিশ শাসকের থেকে বেশি বিরোধীদের নিরাপত্তা দেয়। আমি বলছি পুলিশ যদি না থাকে তাহলে নওশাদের পিঠের চামড়া থাকত না। শুধু নওশাদ নয় আইএস এফের কর্মী সমর্থকদেরও পিঠের চামড়া থাকতো না। প্রসঙ্গত সম্প্রতি ভাঙড়ের কাশীপুরের গানেরআইট গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় সুর চড়িয়ে ছিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আইএসএফ (ISF) কর্মীদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন আরাবুল (Arabul Islam)। দলের বিরুদ্ধে কেউ খারাপ ভাষা প্রয়োগ করলে ‘মেরে হাত পা গুঁড়িয়ে দিন’। থানা ঘেরাওয়ের হুঁশিয়ারির পাশাপাশি  দলের বিরুদ্ধে কেউ খারাপ ভাষা প্রয়োগ করলে তার শাস্তি কী হতে পারে এককথায় বুঝিয়ে দিয়ে ছিলেন আরাবুল। সভা থেকে আইএফএফ নেতাদের ‘ছাগল চোর, মুরগি চোর’ বলে বিদ্রুপ করেন তিনি।