ভোটের দিন কামারহাটিতে মুড়ির মধ্যে থাকবে বাদাম, কিসের ইঙ্গিত দিলেন মদন

0
34

কামারহাটি: বেলঘড়িয়া নন্দনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচার এসে ফের বিস্ফোরক বিধায়ক মদন মিত্র৷ এবার অনেকটা অনুব্রত মণ্ডলের স্টাইলে তাঁর মুখে শোনা গেল ভোটের দিনের ‘নিদান’৷ বললেন, ‘‘ভোটের দিন কামারহাটি পুরসভা এলাকায় বিভিন্ন ওয়ার্ডের বুথে বুথে থাকবে কাচা বাদাম! হ্যাঁ, একদম বাদাম, কাঁচা বাদাম খেতে খেতে সকলে ভোট দেবেন!’’ খানিক থেমে যোগ করলেন, ‘‘মুড়ির মধ্যে থাকবে কাচা বাদাম৷ খেলা হবে চোখে চোখে, খেলা হবে নখে নখে! খেলা তো হবেই৷’’

স্বাভাবিকভাবেই মদনবাবুর ইঙ্গিত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা৷ পরে ভোটের দিনে তাঁর ‘খেলা হবে’র প্রসঙ্গে জানতে চাওয়া হলে মিত্র সাহেব বলেন, ‘‘ভোটের দিন খেলার তো ইচ্ছে আছে৷ কিন্তু কার সঙ্গে খেলব সেটাই বুঝতে পারছি না৷ প্লেয়ার পাচ্ছি না৷ মনে হচ্ছে ফাঁকা মাঠে গোল দিতে হবে!’’

- Advertisement -

এদিন কামারহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া নন্দন নগর এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কানু দাস ও মনোজ সাউয়ের প্রচারে এসে এভাবেই ফের বিস্ফোরক মন্তব্য সামনে আনেন তিনি৷ একই সঙ্গে নাম না করে বিরোধী দলের একাধিক নেতার উদ্দেশ্যে তিনি জানিয়ে দেন, ‘‘আমি ঠিক করেছি, বালখিল্যদের প্রশ্নের জবাব দেব না৷ রাজনীতিতে যারা বালখিল্য, তাদের উত্তর দেব না৷ মিনিমাম স্টান্ডার্ড না এলে জবাব দেব না৷’’

যদিও নিন্দুকেরা বলছেন, অতীতে তো ফেসবুকে আসবেন না বলেছিলেন৷ কিন্তু ফের আসছেন৷ ফলের ওনার নিজের বলা কথা অনেকক্ষেত্রেই উনি রক্ষা করেন না৷

আরও পড়ুন: ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে