ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

0
29

মালদহ: ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে৷ ইতিমধ্যে এই সংক্রান্ত একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপি প্রার্থীর প্রার্থীপদ খারিজের আবেদন জানিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল। টাকা বিলির কথা পরোক্ষে স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল৷ তবে তাঁর দাবি, ‘‘ভোটারদের নয়, দলীয় কর্মীকে সাহায্য করেছিলাম৷’’

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট৷ আর সেই ভোটকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল৷ যে ভিডিওতে দেখা যাচ্ছে, ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডলের হাতে এক তাড়া টাকা৷ টাকাগোনার পর তিনি এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন। প্রার্থীর পরণে রয়েছে বিজেপির উত্তরীয়৷

- Advertisement -

ভিডিও ভাইরাল হতেই সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারের দাবি, ‘‘ ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে এভাবে কোনও প্রার্থী টাকা বিলি করতে পারে না৷ এটা পুরোপুরি বেআইনি। আণরা কমিশনকে অভিযোগ জানিয়েছি৷ ওর প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে৷’’

তবে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল। তাঁর দাবি, ‘‘দলীয় কর্মীকে তিনি ওই টাকা দিয়েছেন। দলীয়কর্মী সমস্যায় পড়েছিলেন তাই তিনি টাকা দিয়েছেন। বিষয়টিকে পরিকল্পিতভাবে কুৎসা করা হচ্ছে৷’’

আরও পড়ুন: সিঙ্গুর-নন্দীগ্রামের পুনরাবৃত্তি রুখতে তৎপর মুখ্যমন্ত্রী, জমির বদলে জমি, দেওয়া হল চাকরিও