ললিত মোদীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মামলা, গুরুতর অভিযোগ শিখ মডেলের

0
53

স্পোর্টস ডেস্ক: প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী ফের সংবাদের শিরোনামে। সম্প্রতি ললিত মোদীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মামলা করেছেন প্রাক্তন ভারতীয় শিখ মডেল গুরপ্রীত গিল ম্যাগ। গুরপ্রীত দাবি করেছেন যে, মোদী তাকে প্রতারণা করে তার ক্যান্সার চিকিত্সা সংস্থা আয়ন কেয়ারে ২ মিলিয়ন ডলার (প্রায় ১৪ কোটি টাকা) বিনিয়োগ করেছেন। গুরপ্রীত জানিয়েছেন, ১ মিলিয়ন (৭.৫ কোটি টাকা) ক্ষতির দাবি করে কোম্পানিটি ২০১৯ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল।

জানা গিয়েছে, লন্ডন হাইকোর্টে এই নিয়ে মামলা করা হয়েছে। গুরপ্রীত গিলের দাবি, প্রাক্তন আইপিএল চেয়ারম্যান তাকে তার কোম্পানিতে বিনিয়োগ করার জন্য বিভ্রান্ত করেছেন। মোদী তাকে আশ্বস্ত করেছিলেন যে, প্রিন্স অ্যান্ড্রু, প্রাক্তন জাতিসংঘ মহাসচিব কফি আনান এবং থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মতো বিশ্ব নেতারা তার ক্যান্সার চিকিত্সা সংস্থা আয়ন কেয়ারে বিনিয়োগ করেছেন।

- Advertisement -

আরও পড়ুন: “ক্যান্সার থেকে ফিরে আসাই অনুপ্রেরণা”, যুবরাজের আবেগঘন চিঠির উত্তর দিলেন বিরাট

এই ঘটনায় গুরপ্রীত আদালতে হাজির হন। গুরপ্রীত আরও দাবি করেছেন, ললিত মোদী ১৩ থেকে ১৪ এপ্রিল ২০১৮ পর্যন্ত দুবাইয়ের ফোর সিজন হোটেলে তার স্বামী ড্যানিয়েলের সঙ্গে চার ঘন্টার বৈঠক করেছিলেন। এই সময়ে তিনি কোম্পানিতে দুই মিলিয়ন বিনিয়োগ করতে রাজি হন।