গ্রেফতার দাগি আসামী ভানু প্রতাপ

0
33
criminal

কলকাতা :  পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার বিহারের দাগি আসামী (criminal) ভানু প্রতাপ।  বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং নারায়নপুর থানা যৌথ ভাবে অভিযান চালায়। জানা গেছে এই ভানুপ্রতাপ সিংহ কলকাতা সল্টলেক নিউটাউন সহ শহরতলিতে বিভিন্ন অপরাধমূলক কাজ কর্মের সাথে যুক্ত ছিল।

আরও পড়ুন : মহিলা প্রার্থীদের জন্য বড় ঘোষণা, মাধ্যমিক পাশেই আশাকর্মীতে নিয়োগ

- Advertisement -

কয়েকদিন আগে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত নারায়ণপুর থানা এলাকায় ইলেকট্রিক পোল চুরির ঘটনা সামনে আসে।  তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্রে পুলিশ জানতে পারে এই ঘটনার মাস্টার মাইন্ড ভানুপ্রতাপ সিংহ।  এদিন ধরা পড়ার পর তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্টুজ। পুলিশ সূত্রে খবর, কলকাতা ও তার আশপাশের এলাকার বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে যুক্ত ছিল এই ভানু। নিউটাউন হাতিয়ারা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে এই অপরাধ সংগঠিত করতো সে। প্রসঙ্গত ভানু প্রতাপ এখানকার নয়। সে বিহারের সারন জেলার বাসিন্দা।

আরও পড়ুন :  মহিলা প্রার্থীদের জন্য বড় ঘোষণা, মাধ্যমিক পাশেই আশাকর্মীতে নিয়োগ

সম্প্রতি শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল থেকে উধাও হয় একটি কুখ্যাত আসামী (criminal)। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনার জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ জেলের তরফে মোট ৮ জনকে নিয়োগ করা হয়েছিল আসামীর উপর নজরদারির জন্য।   জানা যায়, ওই আসামীর নাম রাজ কুমার রাই। গত জানুয়ারি মাসে বেলেঘাটা এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটেছিল। তাতে মূল অভিযুক্ত ছিল রাজকুমার। জানা যায়, নেপালে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। পরে কলকাতায় ফিরতেই গ্রেফতার করা হয় রাজকুমারকে। আদালতে তোলা হলে জেল হেফাজত হয় তার। প্রেসিডেন্সি জেলে ছিল রাজকুমার।